Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৩ মে থেকে বেঙ্গালুরুতে G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক, উদ্বোধন করবেন অনুপ্রিয়া প্যাটেল

G20 Trade and Investment Working Group Meeting: ২৩ মে থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারতের জি২০ সভাপতিত্বের আওতায় হওয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। চলবে ২৫ মে পর্যন্ত। এই বৈঠকের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

২৩ মে থেকে বেঙ্গালুরুতে G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক, উদ্বোধন করবেন অনুপ্রিয়া প্যাটেল
বেঙ্গালুরুতে হবে জি২০ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 3:01 PM

বেঙ্গালুরু: ২৩ মে থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারতের জি২০ সভাপতিত্বের আওতায় হওয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। চলবে ২৫ মে পর্যন্ত। এই বৈঠকের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনদিনের এই বৈঠকে, জি২০ সদস্য দেশ, আমন্ত্রিত অতিথি দেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর প্রায় শতাধিক প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সংস্কার, বিশ্ব বাণিজ্যে এমএসএমই-কে একীভূত করা, স্থিতিস্থাপক গ্লোবাল ভ্যালু চেইনস, অর্থনৈতিক বদ্ধি ও সম্বৃদ্ধির জন্য বাণিজ্যিক পরিকল্পনা তৈরি করা এবং দক্ষ লজিস্টিক ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হবে।

এই বৈঠকের প্রথম দিনে বানিজ্য ও প্রযুক্তি বিষয়ে একটি সেমিনার হবে। সেমিনারে দুটি প্যানেল আলোচনা হবে। বিষয় – ‘বাণিজ্যকে নতুন আকার দিচ্ছে প্রযুক্তি’ এবং ‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা’। এই প্যানেল আলোচনা অংশ নেবেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং অন্যান্যরা। সেমিনারের পর অংশগ্রহণকারী প্রতিনিধিদের বেঙ্গালুরুলশহর ঘুরিয়ে দেখানো হবে। তারপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।

পরের দিন থাকছে টেকনিক্যাল সেশন। সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। ভারতের জি২০ সভাপতিত্বে এটি অন্যতম অগ্রাধিকারের বিষয়। বৈঠকের দ্বিতীয় ও তৃতীয় দিন ধরে কাগজের নথির ডিজিটালাইজেশন এবং এমএসএমইগুলির জন্য মেটা ইনফরমেশন পোর্টাল তৈরির জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা, জিভিসি ম্যাপিংয়ের পরিকাঠামো, মিউচুয়াল রেকগনিশন এগ্রিমেন্টের সেরা প্রয়োগের একটি সংকলন এবং G20 রেগুলেটরি ডায়ালগের বিষয়ে প্রেজেন্টেশন দেওয়া হবে। ২৮ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে মুম্বইয়ে জি২০ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এই আলোচ্য বিষয়গুলি উঠে এসেছিল।

ভারতের জি২০ সভাপতিত্বের অধীনে, বাণিজ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সমন্বয় গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। মহামারির পর আন্তর্জাতিক বাণিজ্য ও লগ্নিতে গতি আনার পথে যে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে।