Ministers Resign: পদ ছাড়লেন কৃষিমন্ত্রী তোমার, নতুন দায়িত্বে অর্জুন মুণ্ডা

Ministers Resign: প্রহ্লাদ সিং পটেলের জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেব দায়িত্ব দেওয়া হয়েছে শোভা কারান্দলাজেকে। প্রহ্লাদের হাতে ছিল জল শক্তি মন্ত্রকের মন্ত্রী পদ। সেই জায়গায় দায়িত্ব পেলেন রাজীব চন্দ্রশেখর।

Ministers Resign: পদ ছাড়লেন কৃষিমন্ত্রী তোমার, নতুন দায়িত্বে অর্জুন মুণ্ডা
কৃষি মন্ত্রকের দায়িত্ব পেলেন অর্জুন মুণ্ডাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 11:07 PM

নয়া দিল্লি: তিন মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগ করেছেন নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং পটেল ও রেনুকা সিং। কৃষি মন্ত্রীর পদ থেকে নরেন্দ্র সিং তোমার ইস্তফা দেওয়ার পর নতুন দায়িত্ব পেয়েছেন অর্জুন মুণ্ডা। আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কৃষি মন্ত্রক সামলাবেন।

এছাড়া, প্রহ্লাদ সিং পটেলের জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেব দায়িত্ব দেওয়া হয়েছে শোভা কারান্দলাজেকে। প্রহ্লাদের হাতে ছিল জল শক্তি মন্ত্রকের মন্ত্রী পদ। সেই জায়গায় দায়িত্ব পেলেন রাজীব চন্দ্রশেখর। এছাড়া আদিবাসী উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাবেন ভারতী প্রবীণ পাওয়ার।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র সিং তোমারকে প্রার্থী করেছিল বিজেপি। ৭৯ হাজারেরও বেশি ভোটের জয়ী হয়েছেন তিনি। বুধবারই লোকসভা থেকে পদত্যাগ করেন তিনি। তাঁক জায়গায় দায়িত্ব পেলেন অর্জুন মুন্ডা। এই মন্ত্রী তিন বার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন।

শুধুমাত্র তিন মন্ত্রীই নন, মোট ১০ জন সাংসদ ইস্তফা দেন বুধবারই। বিজেপি নেতা জানিয়েছেন, রাজস্থান, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশে যে সব প্রার্থী জয়ী হয়েছেন, তাঁজের মধ্যে রয়েছেন ১২ জন সাংসদ। তাঁদের মধ্যেই ১০ জন ইস্তফা দিয়েছেন এদিন। পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রীতি পাঠক, রাজস্থানের রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী ও কিরোরি লাল মীনা, ছত্তীসগঢ়ের অরুণ সাও ও গোমতী সাই।