Accident Video: একের পর এক ট্রাকে ধাক্কা, ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল ট্রাক-গাড়ি, হাড়হিম করা ভিডিয়ো
Tamil Nadu Accident: মোট চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগতিতে আসা দুটি ট্রাকের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। মাঝে আটকে পড়ে একটি গাড়ি। সামনের ট্রাকটি ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাল্টি খেয়ে ব্রিজ থেকে পড়ে যায় ট্রাকটি।
চেন্নাই: মৃত্যু কখন আসে, কেউ বলতে পারে না। হাড়হিম করা ভয়ঙ্কর দুর্ঘটনার এমনই এক ভিডিয়ো ধরা পড়ল সিসিটিভিতে। ফ্লাইওভারের উপরে একের পর এক ট্রাকের ধাক্কা, মাঝে আটকিয়ে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকেই পড়ে গেল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ধরমপুরী জেলায়।
থোপুর ঘাট রোডের উপরে অবস্থিত ওই ফ্লাইওভারের উপরে বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। মোট চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগতিতে আসা দুটি ট্রাকের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। মাঝে আটকে পড়ে একটি গাড়ি। সামনের ট্রাকটি ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাল্টি খেয়ে ব্রিজ থেকে পড়ে যায় ট্রাকটি। ট্রাকের ধাক্কায় ফ্লাইওভার থেকে পড়ে যায় গাড়িটিও। আগুন ধরে যায় আরেকটি ট্রাকে।
CCTV footage: Tamil Nadu accident
Four people died and 8 were injured in a multi vehicle collision on Thoppur Ghat Road, Dharmapuri, Tamil Nadu. A car got crushed between two trucks when one speeding truck rammed into the another truck. The car caught fire and all the four… pic.twitter.com/tZRrIEaPCB
— Revathi (@revathitweets) January 25, 2024
হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি ও ট্রাক চালানোর জন্য়ই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।