Road Accident in Panipat: গঙ্গা স্নানে যাওয়ার সময় লরির ধাক্কা, মৃত ৪, আহত ২০
Road Accident: পুলিশ জানিয়েছে, পূর্ণিমা উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নানে যাচ্ছিলেন তাঁরা। মাঝপথে ওই পিকআপ ভ্যানের একটি টায়ার পাংচার হয়ে যায়। রাস্তার ধারে দাঁড়িয়েই ওই পিক আপ ভ্যানের টায়ার বদলানোর কাজ চলছিল। সে সময়ই দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে।
পানিপত: ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে ফের ঘটল প্রাণহানি। শনিবার সকালে একটি যাত্রীবোঝাই পিক আপ ভ্যানে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা লরি। ভয়াবহ এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার হরিয়ানার পানিপত জেলার সানৌলির রিশপুর গ্রামের কাছে ঘটেছে এই ঘটনা। মৃত এবং আহতেরা হরিয়ানার কামাচ খেরা গ্রাম ও তার আশপাশের গ্রামের বাসিন্দা। এই গ্রামবাসীরা ওই পিক আপ ভ্যানে করে আসছিলেন উত্তরাখণ্ডের হরিদ্বারে। গঙ্গায় পুণ্যস্নান করতে তাঁরা আসছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু পথে দুরন্ত গতির লরির ধাক্কায় প্রাণ হারাতে হল চার জনকে। যাঁরা বেঁচে রইলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন তাঁরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন কামাচ খেরা গ্রামের কান্তা ও মুন্নি এবং মদনপুর গ্রামের মোহিত ও লাজওয়ানা গ্রামের অশ্বিনী। আহতেরা অধিকাংশ কামাচ খেরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন কামাচ খেরা গ্রামের পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবারের লোকেরা।
পুলিশ জানিয়েছে, পূর্ণিমা উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নানে যাচ্ছিলেন তাঁরা। মাঝপথে ওই পিকআপ ভ্যানের একটি টায়ার পাংচার হয়ে যায়। রাস্তার ধারে দাঁড়িয়েই ওই পিক আপ ভ্যানের টায়ার বদলানোর কাজ চলছিল। সে সময়ই দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজও শুরু হয়। পুলিশ জানিয়েছে ঘাতক লরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৪এ এবং ৩৩৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।