Mizoram : মিজ়োরামে পাথরের খনিতে ধসে মৃত বাংলার ৫ শ্রমিক, শোকপ্রকাশ মমতার

Mizoram : মিজ়োরামে পাথর খাদানে ধসে এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Mizoram : মিজ়োরামে পাথরের খনিতে ধসে মৃত বাংলার ৫ শ্রমিক, শোকপ্রকাশ মমতার
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 10:33 PM

আইজ়ল: সোমবার মিজ়োরামে একটি পাথর খাদানে ধস নেমেছিল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ১২ জন। তাঁদের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ৪ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে। তবে এখনও নিখোঁজদের উদ্দেশে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ৮ জন মৃতদের মধ্যে ৫ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। সরকারের তরফে প্রকাশিত তালিকায় মৃতদের নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়েছে। এদিকে এই বাংলার শ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার পর টুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের দেহ ফিরিয়ে আনার জন্য পরিবারকে সমস্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘মিজ়োরামে খনিতে ধসের ঘটনায় বাংলার ৫ জন সহ ১২ জনের মৃত্যুতে আমি মর্মাহত। মৃতদেহ রাজ্যে নিয়ে আসার জন্য মিজ়োরাম সরকারের যোগাযোগ করা হয়েছে। মৃতদের পরিবারকে সাহায্য়ের আশ্বাস দিয়েছি। যাঁরা নিজের কাছের মানুষদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা।’ পাঁচজনের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা এবং বাকি একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার রাতের এই দুর্ঘটনা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে হানথিয়াল জেলা প্রশাসেনর তরফে। এই দুর্ঘটনায় বাংলার যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, নদিয়ার বাসিন্দা পিবরাগাছির বাসিন্দা মদন দাস, তেহট্ট কালীতলা পাড়ার বাসিন্দা মিন্টু মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল ও রাকেশ বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনার দোলখালি খুলনাকর বাসিন্দা সুব্রত রাপ্তান। জেলা প্রশাসনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদেহগুলি উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থার দ্বারা ওই মৃতদেহগুলিতে তাঁদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

গতকাল মিজ়োরামের রাজধানী শহর আইজ়ল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলার মৌদারহে একটি পাথর খাদানে এই দুর্ঘটনা ঘটে। বিকেল ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় মধ্যাহ্নভোজের বিরতি শেষে কাজে ফিরেছিলেন তাঁরা। তারপরই এই পাথরের খাদানে ধস নামে। আর চাপা পড়েন ১২ জন। সূত্রের খবর, ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল। এখনও বাকি ৪ জনের খোঁজে তল্লাশি চলছে।