Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zika: উদ্বেগ বাড়াচ্ছে জাইকা, কর্নাটকে সংক্রমিত ৫ বছরের বালিকা

অ্যাডিডাস মশার কামড় থেকেই জাইকা ভাইরাসের সংক্রমণ হয়। ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো এটিও সংক্রমিত রোগ। ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

Zika: উদ্বেগ বাড়াচ্ছে জাইকা, কর্নাটকে সংক্রমিত ৫ বছরের বালিকা
অ্যাডিডাস মশার কামড়েই জাইকা-সংক্রমণ। প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 5:02 PM

বেঙ্গালুরু: করোনা, মাঙ্কিপক্সের পর এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে জাইকা ভাইরাস। ইতিমধ্যে কর্নাটকে ৫ বছরের এক নাবালিকার দেহে জাইকা ভাইরাস পাওয়া গিয়েছে। আর এটাই রাজ্যের মধ্যে প্রথম জাইকা সংক্রমণ বলে দাবি কর্নাটক সরকারের।

সোমবার রাজ্যে প্রথম জাইকা সংক্রমণের কথা ঘোষণা করে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, রাইছুর জেলায় একজনের দেহে জাইকা ভাইরাস পাওয়ার বিষয়টি পুনের ল্যাবরেটরি নিশ্চিত করেছে। গত ৫ ডিসেম্বর তিনজনের রক্তের নমুনা পুনের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ৮ ডিসেম্বর তার রিপোর্ট মিলেছে। সেখানে দুজনের নেগেটিভ এবং একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। পাঁচ বছরের নাবালিকার দেহে জাইকা ভাইরাস পাওয়া গিয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

রাজ্যের মধ্যে জাইকা সংক্রমণ হলেও এই ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর। তিনি বলেন, “কর্নাটকে এটাই প্রথম নিশ্চিত জাইকা ভাইরাস সংক্রমণ। ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মতো সিরাম এটিরও পরীক্ষা শুরু করায় এই রোগটি প্রকাশ্যে এসেছে। সাধারণত ১০ শতাংশ নমুনা পুনের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যেই এই একটা রিপোর্ট পজিটিভ এসেছে।”

তবে জাইকা সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে স্বাস্থ্যদফতরের তরফে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন কে সুধাকর। তিনি জানান, রাইছুর এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল পৌঁছেছে এবং সন্দেহজনক ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, অ্যাডিডাস মশার কামড় থেকেই জাইকা ভাইরাসের সংক্রমণ হয়। ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো এটিও সংক্রমিত রোগ। ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

বর্তমানে অবশ্য এদেশেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জাইকা। মাসকয়েক আগেই কেরল, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে জাইকা-সংক্রমণ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। মূলত বিদেশ সফর করে যাঁরা ফিরছেন তাঁদের মধ্যেই জাইকা সংক্রমণ দেখা গিয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি। যদিও কর্নাটকের রাইছুরে জাইকা-সংক্রমিত পাঁচ বছরের বালিকাটির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ফলে কী ভাবে সে জাইকা-য় সংক্রমিত হল,তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।