Vande Bharat Express: বছর শেষে ৬ বন্দে ভারত উপহার দিচ্ছেন মোদী, কোন কোন রুটে চলবে
Vande Bharat Express: বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়া বাকি সমস্ত রাজ্যে চালু হয়ে গিয়েছে। এর মধ্যে বারাণসী প্রথম শহর যেখানে সকাল এবং সন্ধ্য়ায় অর্থাৎ দিনে দু বার বন্দে ভারত চলে। বাংলা থেকেও এনজেপি, পুরী যাওয়ার বন্দে ভারত চলে।
নয়া দিল্লি: সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। গত এক বছরে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে চালু হয়েছে বন্দে ভারতের রুট। টিকিট মূল্য অন্যান্য ট্রেনের তুলনায় কিছুটা বেশি হলেও বন্দে ভারতের প্রতি আগ্রহ বেশি অনেকেরই। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক দ্রুত গন্তব্যে পৌঁছনো যায় এই ট্রেনে। জানা গিয়েছে, নতুন বছরে ৬টি বন্দে ভারত পেতে চলেছে দেশ। বেশ কয়েকটি রুটে চলবে নতুন এই ট্রেনগুলি।
বারাণসীতে দুবারই চলছে ট্রেন
বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়া বাকি সমস্ত রাজ্যে চালু হয়ে গিয়েছে। এর মধ্যে বারাণসী প্রথম শহর যেখানে সকাল এবং সন্ধ্য়ায় অর্থাৎ দিনে দু বার বন্দে ভারত চলে। বাংলা থেকেও এনজেপি, পুরী যাওয়ার বন্দে ভারত চলে।
রেল মন্ত্রক জানিয়েছে, আরও ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের রুট প্রায় ঠিক করা হয়ে গিয়েছে। রুটগুলি হল দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর, ম্যাঙ্গালোর থেকে গোয়া। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উড়িয়ে দেবেন। বারাণসীর মতো দিল্লি-কাটরা রুটেও এবার থেকে দিনে দুবার করে ট্রেন চলবে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগেই এই বন্দে ভারত উপহার পেতে চলেছে দেশ।