Miracle Story: সব খারাপ রাস্তা ‘খারাপ না’! অ্যাম্বুল্যান্সের চাকা গর্তে পড়তেই বেঁচে উঠল মৃতদেহ

Haryana: পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুল্যান্সে ছিলেন তাঁর ছেলে ও অন্য কয়েকজন সদস্য। মাঝপথে হঠাৎ গর্তে পড়ে অ্যাম্বুল্যান্সের চাকা। ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই ছেলে খেয়াল করেন, একটু যেন নড়ে উঠল বাবার হাত। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল।

Miracle Story: সব খারাপ রাস্তা 'খারাপ না'! অ্যাম্বুল্যান্সের চাকা গর্তে পড়তেই বেঁচে উঠল মৃতদেহ
এই বৃদ্ধকেই মৃত বলে ঘোষণা করেছিল হাসপাতাল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 4:53 PM

কার্নাল: হাসপাতাল থেকে ঘোষণা করে দিয়েছিল মৃত্যু হয়েছে ৮০ বছরের বৃদ্ধের। বাড়িতে খবর পৌঁছতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শেষকৃত্যের। অ্যাম্বুল্যান্সের দরজা খুলে মৃতদেহ বের করতে গিয়েই আঁতকে উঠলেন পরিবার-পরিজনরা। চিতায় তুলতে গিয়ে দেখলেন, এখনও তো শ্বাস নিচ্ছেন বৃদ্ধ। এমন আশ্চর্য ঘটনা ঘটল কীভাবে? চিকিৎসকদের কেরামতি নয়, বরং অ্যাম্বুলেন্সের জন্য়ই মৃত্যু থেকে আবার ফিরে এলেন বৃদ্ধ।

হরিয়ানার কার্নালের বাসিন্দা দর্শন সিং। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন পাটিয়ালা হাসপাতালে। গত বৃহস্পতিবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে, কিন্তু সাড়া মেলেনি। ইঞ্জেকশন দেওয়ার পরও সচল করা যায়নি তাঁর হৃদযন্ত্র। এরপরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুল্যান্সে ছিলেন তাঁর ছেলে ও অন্য কয়েকজন সদস্য। মাঝপথে হঠাৎ গর্তে পড়ে অ্যাম্বুল্যান্সের চাকা। ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই ছেলে খেয়াল করেন, একটু যেন নড়ে উঠল বাবার হাত। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল। কিন্তু পাশে বসে থাকা আরেক পরিজনও খেয়াল করেন যে শরীর নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে নাড়িস্পন্দন পরীক্ষা করে দেখেন। মনে হয় যেন ক্ষীণ স্পন্দন পাওয়া যাচ্ছে।

ব্যাস, পরিবারের সদস্যরা আর দেরী করেননি। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সত্যিই ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন।  জানা গিয়েছে, বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রক্তচাপ ৮০-৯০-র মধ্যে ওঠানামা করছে।