Aadhar Card: বাড়িতে বসেই আধার কার্ডে ঠিকানা বদলানো যাবে, কেবল একটি সম্মতির প্রয়োজন

নানা কারণে বহু মানুষ দেশের অভ্যন্তরেই শহর বা বাড়ি বদল করেন। এই প্রক্রিয়া চালু হওয়ার ফলে সকলের অনেক সুবিধা হবে।

Aadhar Card: বাড়িতে বসেই আধার কার্ডে ঠিকানা বদলানো যাবে, কেবল একটি সম্মতির প্রয়োজন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 5:30 AM

নয়া দিল্লি: আধার কার্ডে ঠিকানা ভুল রয়েছে? বাড়ি বদল করেছেন? আধার কার্ডে ঠিকানা সংশোধন করতে হবে? আর চিন্তা নেই! এবার বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডে ঠিকানাও বদল করা যাবে। কেবল পরিবারের প্রধানের সম্মতি থাকতে হবে। মঙ্গলবার কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে।

জনগণকে সুবিধা দিতেই পরিবারের প্রধানের সম্মতিতে অনলাইনে ঠিকানা বদলের অনুমতি দেওয়া হল বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃপক্ষ। তবে ঠিকানা বদলের জন্য আবেদনকারীর সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্কের পরিচয় সম্বলিত নথি থাকতে হবে। আর ঠিকানা বদলের জন্য ফি লাগবে মাত্র ৫০ টাকা।

UIDAI-এর তরফে জানানো হয়েছে, ঠিকানা বদলের জন্য আবেদনকারীর সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্কের পরিচয় হিসাবে রেশন কার্ড, মার্কশিট, বিয়ের শংসাপত্র, পাসপোর্ট সহ পরিচয়পত্রের যে কোনও একটি নথি থাকলেই চলবে। যেখানে আবেদনকারী ও পরিবারের প্রধান- দুজনেরই নাম থাকবে। যদিও কারও এগুলির কোনটি না থাকে তাহলে পরিবারের প্রধানের তরফে স্ব-ঘোষণাপত্র জমা করতে হবে। UIDAI-এর নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সেটি জমা করতে হবে। UIDAI-এর তরফে জানানো হয়েছে, নানা কারণে বহু মানুষ দেশের অভ্যন্তরেই শহর বা বাড়ি বদল করেন। এই প্রক্রিয়া চালু হওয়ার ফলে সকলের অনেক সুবিধা হবে।

তবে ঠিকানা বদলের পুরো প্রক্রিয়াটি OTP-র ভিত্তিতে হবে এবং পরিবারের প্রধানের কাছেই OTP আসবে। যদি পরিবারের প্রধান তাঁর পরিবারের সদস্যের ঠিকানা বদলের আবেদন অগ্রাহ্য করেন অথবা অসম্মতি দেন, তাহলে পুরো প্রক্রিয়াটি বদল করা হবে। তবে ঠিকানা বদলের প্রক্রিয়া বাতিল হলেও শুরুতেই ফি বাবদ যে ৫০ টাকা নেওয়া হয়েছিল, সেটা ফেরত হবে না বলেও UIDAI কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে।