করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে ৩২৯ চিকিৎসকের প্রাণ, জানাল আইএমএ

আইএমএ-র তথ্য বলছে, রাজধানী দিল্লিতেই মোট ৭৩ জন চিকিৎসক মারা গিয়েছেন। চিকিৎসক মৃত্যুর হার সর্বোচ্চ বিহারে।

করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে ৩২৯ চিকিৎসকের প্রাণ, জানাল আইএমএ
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 21, 2021 | 9:39 PM

জ্যোতির্ময় রায়: করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বিপুল সংখ্যক চিকিৎসকও ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর তথ্য অনুসারে, করোনা সংক্রমিত হয়ে সারা দেশে দ্বিতীয় ঢেউতে এখনও পর্যন্ত ৩২৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ-র তথ্য বলছে, রাজধানী দিল্লিতেই মোট ৭৩ জন চিকিৎসক মারা গিয়েছেন। চিকিৎসক মৃত্যুর হার সর্বোচ্চ বিহারে। ৮০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। তবে স্বাস্থ্য দফতর এই দাবির সত্যতা স্বীকার করেনি।

আইএমএর সভাপতি ডা. জে জালাল জানিয়েছেন, দেশে আইএমএ-র বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ১৮ মে আইএমএ জানিয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ২৬৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন গোটা দেশে। বিগত ৪৮ ঘণ্টায় সংখ্যা আরও বেড়েছে।

আশা জাগিয়ে রাজধানীতে সংক্রমণও ক্রমাগত হ্রাস পাচ্ছে। গত এক সপ্তাহে সংক্রমণের হার প্রায় ৭ শতাংশ থেকেও কমে নেমে এসেছে। দিল্লিতে বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ৪.৭৬ শতাংশ। গত ৫০ দিনের মধ্যে সংক্রমণের এই হার সর্বনিম্ন। গতকাল নতুন আক্রান্ত হিসেবে ৩০০৯ জন ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৭২৮৮ জন। সক্রিয় রোগীদের সংখ্যা এক সপ্তাহে ৪৩ শতাংশ কমেছে।

আরও পড়ুন: উডবার্নে সুব্রতর ঘরে মদন-শোভন, যোগ দিলেন বৈশাখীও! আদালতের রায় বেরতেই জরুরি বৈঠক

দিল্লিবাসী মনে করছেন, গোটা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবং কেন্দ্রীয় সরকারের তৎপরতায় দিল্লির সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এর আগে করোনা সংক্রমণ যখন দিল্লিতে ছড়ানো শুরু করেছিল, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের দায়িত্ব নিজের হাতে নেন এবং যুদ্ধকালীন তৎপরতায় দিল্লির চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো বদলে দেন। ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাজধানীর মানুষের ধারণা, কেন্দ্র বনাম রাজ্যের রাজনীতির ফলে বেঘোরে প্রাণ দিতে হয়েছে অনেককে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এত দেরিতে ঘুম ভাঙল কেন্দ্রের! এর জবাব আছে কি?

আরও পড়ুন: কৃষিমন্ত্রীই থাকছেন শোভনদেব, যেতে চাইছেন না রাজ্যসভায়, জানালেন মুখ্যমন্ত্রীকে