করোনার সুরক্ষাবিধি ছাড়াই চারধাম যাত্রা, উত্তরাখণ্ড সরকারকে নিন্দা হাই কোর্টের

চারধাম (Char Dham) যাত্রার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ডের সরকার

করোনার সুরক্ষাবিধি ছাড়াই চারধাম যাত্রা, উত্তরাখণ্ড সরকারকে নিন্দা হাই কোর্টের
Follow Us:
| Updated on: May 21, 2021 | 9:30 PM

দেরাদুন: করোনায় বেসামাল সারা ভারত (India)। প্রতিদিন মৃত্যু সংখ্যা বাড়ছে। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিনের (Vaccine) অভাব। নানা জায়গায় অক্সিজেনের ঘটতি দেখা দিয়েছে। এক রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি ভারতের। এই ধাক্কা সমলে উঠতে নাকি ভারতের অন্তত আড়াই বছর সময় লাগবে। নানা স্বাস্থ্য কেন্দ্র থেকে জনগণকে সতর্ক করা হয়েছে। একাধিক জায়গায় লকডাউন জারি হয়েছে।

এরই মধ্যে চারধাম যাত্রার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ডের সরকার। প্রতিবছর চারধাম যাত্রায় বহু পুণ্যার্থী সামিল হন। তবে কোভিড পরিস্থিতি সব বদলে দিয়েছে। এখন আর আগের মতো দিন নেই। সামাজিক দূরত্ব না মানলেই হানা দেবে করোনা। অথচ দিব্যি চারধাম যাত্রার অনুমতি দিয়েছে সরকার। আর এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যের হাই কোর্ট এবার সরাসরি জানিয়ে দিল এই মহামারির সময় করোনার সুরক্ষাবিধি ছাড়াই চারধাম যাত্রায় শামিল হয়েছে অনেকে। এতে কোভিড পরিস্থিতি বাড়াবাড়ি রকম জায়গায় পৌঁছতে পারে। এর জন্য রাজ্য সরকারের নিন্দায় সরব উত্তরাখণ্ড হাই কোর্ট।

এর আগে কুম্ভমেলার আয়োজন করেও সমালোচিত হয়েছিল রাজ্য সরকার। কুম্ভমেলা থেকে ফিরে অনেকে করোনায় আক্রান্ত হন। এমন কি মৃত্যুও হয়েছে অনেকের। হাইকোর্টের প্রধান বিচারপতি আরএস চৌহান উত্তরাখণ্ড সরকারকে নিন্দা জানিয়ে বলেন, ‘যান এবং দেখুন কী হচ্ছে’। অভিযোগ, মাস্ক ছাড়া স্যানিটাইজার ব্যবহার না করেই যাত্রায় অংশ নিয়েছেন অনেকেই। এই মর্মে গত ১০ মে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে নালিশ জানায় হাই কোর্ট। কিন্তু সেই চিঠির কোনও উত্তর মেলেনি।