দেওয়া হচ্ছে হুমকি, সেরাম কর্তা আদর পুনাওয়ালাকে ‘ওয়াই ক্যাটাগরি’ নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র

১ মে থেকে শুরু হচ্ছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের (Vaccination) প্রক্রিয়া। তার আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)।

দেওয়া হচ্ছে হুমকি, সেরাম কর্তা আদর পুনাওয়ালাকে 'ওয়াই ক্যাটাগরি' নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 9:45 PM

নয়া দিল্লি: সেরাম ইনস্টিটিউটের (SII) কর্ণধার আদর পুনাওয়ালাকে (Adar Poonawalla) ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দেশ জুড়ে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হল। ওয়াই ক্যাটাগরিতে কমান্ডো ও পুলিশ মিলিয়ে মোট ১১ জন নিরাপত্তা দেন।

করোনার টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা দেশের যে কোনও রাজ্যে এই নিরাপত্তা পাবেন বলে জানা গিয়েছে। নিরাপত্তা দেবে সিআরপিএফ। সেরাম ইনস্টিটিউট হল ভ্যাকসিন উৎপাদনের পরিমাণে দেশের বৃহত্তম সংস্থা।

গত ১৬ এপ্রিল সেরাম ইনস্টিউটের ডিরেক্টর প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্র মন্ত্রককে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে করোনা ভ্যাকসিনের সাপ্লাই সংক্রান্ত সমস্যার জেরে বিভিন্ন জায়গায় থেকে হুমকি দেওয়া হচ্ছে। চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমরা এই করোনা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।’

আরও পড়ুন: টনক নড়ল সেরামের, ‘জীবন বাঁচাতে’ টিকার দাম কমালেন পুনাওয়ালা

উল্লেখ্য বুধবারই রাজ্য সরকারের জন্য ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সেরাম। কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার থেকে তাঁদের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড কিনতে পারবেন ৩০০ টাকায়। পূর্ব নির্ধারিত দাম অনুযায়ী, ৪০০ টাকায় কোভিশিল্ড দেওয়ার কথা জানিয়েছিল সেরাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কারণ, সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের দামের এই তারতম্যের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়। এরপরই সিদ্ধান্ত বদলাল সেরাম। পাশাপাশি অন্যান্য দেশে তুলনামূলক কম দামে ভ্যাকসিন রফতানি করে রাজ্য সরকারকে বেশি টাকায় ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছিল সেরামের বিরুদ্ধে।