Shah Rukh Khan: কাতার থেকে প্রাক্তন নৌসেনা কর্তাদের ফিরিয়ে এনেছেন শাহরুখ? মুখ খুললেন খোদ বাদশা

Navy Veterans Freed from Qatar: মঙ্গলবারই বিজেপি নেতা দাবি করেছিলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক আট ভারতীয়কে মুক্তি দেওয়া ও ভারতে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য কাতার প্রশাসনের সঙ্গে কথা বলেছেন শাহরুখ খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের নীচেই সুব্রহ্মণ্যন স্বামী লেখেন, "প্রধানমন্ত্রী মোদীর উচিত শাহরুখ খানকেও কাতারে নিয়ে যাওয়া।"

Shah Rukh Khan: কাতার থেকে প্রাক্তন নৌসেনা কর্তাদের ফিরিয়ে এনেছেন শাহরুখ? মুখ খুললেন খোদ বাদশা
শাহরুখ খান।
Follow Us:
| Updated on: Feb 14, 2024 | 10:04 AM

মুম্বই: মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতার আদালত (Qatar)। ভারত সরকারের হস্তক্ষেপ ও প্রধানমন্ত্রী মোদীর কূটনীতির দৌলতেই মুক্তি পেয়েছেন সাজাপ্রাপ্ত আট প্রাক্তন নৌসেনা কর্তা। অক্ষত অবস্থায় কাতার থেকে দেশে ফিরে এসেছেন সাতজন। তবে ভারত সরকারের এই কূটনৈতিক জয়ের পিছনে শুধু বিদেশ মন্ত্রকেরই নয়, বলিউডের বাদশা শাহরুখ খানেরও (Shah Rukh Khan) নাকি অবদান রয়েছে! অন্তত এমনটাই দাবি করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী (Subramanian Swamy)। তবে বিজেপি নেতার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করলেন খোদ কিং খান।

মঙ্গলবারই বিজেপি নেতা দাবি করেছিলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক আট ভারতীয়কে মুক্তি দেওয়া ও ভারতে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য কাতার প্রশাসনের সঙ্গে কথা বলেছেন শাহরুখ খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের নীচেই সুব্রহ্মণ্যন স্বামী লেখেন, “প্রধানমন্ত্রী মোদীর উচিত শাহরুখ খানকেও কাতারে নিয়ে যাওয়া। বিদেশ মন্ত্রক ও জাতীয় নিরাপত্তা সংস্থা কাতারের শেখদের রাজি করাতে যখন ব্যর্থ হন, তখন প্রধানমন্ত্রী মোদী শাহরুখ খানকে হস্তক্ষেপ করার অনুরোধ করেন, তারপরই শেখরা প্রাক্তন নৌসেনা কর্তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।”

এদিকে, মঙ্গলবার রাতেই শাহরুখ খানের টিমের তরফে বিবৃতি জারি করে জানান, কাতারে বন্দি ভারতীয়দের মুক্তির ঘটনায় শাহরুখ খানের কোনও ভূমিকা নেই। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, “কাতার থেকে ভারতীয় নৌসেনার কর্তাদের মুক্তিতে শাহরুখ খানের কোনও ভূমিকা নেই। এর সাফল্যের পুরো কৃতিত্বই ভারত সরকারের আধিকারিকদের।”

শাহরুখের টিমের বিবৃতি।

শাহরুখ খানের টিমের তরফে পোস্টে আরও লেখা হয়, ” আমাদের অত্যন্ত দক্ষ নেতারাই কূটনীতি সংক্রান্ত কাজগুলি সুচারুভাবে সামলান। শাহরুখ খান বাকি ভারতীয়দের মতোই প্রাক্তন ভারতীয় নৌসেনাদের মুক্তি ও তাঁদের ঘরে ফেরায় খুশি।”