Cabinet Ministers Resign: সঙ্কটে অন্ধ্র প্রদেশের জগন্মোহন সরকার? একসঙ্গে পদত্যাগ করলেন ২৪ জন মন্ত্রী
Y S Jagan Mohan Reddy: তবে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন জগন? ২০১৯ সালে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দিশম পার্টিকে ব্যাপকভাবে পরাজিত করে ক্ষমতা এসেছিল ওয়াইএসআর কংগ্রেস।
অমরাবতী: এই ধরনের ঘটনা ঘটলে সাধারণভাবে মনে করা হয়, সরকার হয়ত সঙ্কটে। কিন্তু অন্ধ্র প্রদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এক সঙ্গে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) ২৪ জন মন্ত্রী পদত্যাগ করলেও এর নেপথ্যে রয়েছে সম্পূর্ণ অন্য কারণ। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy)। ৭ এপ্রিল বিকেল ৩ টে নাগাদ মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন ২৪ জন মন্ত্রী। জানা গিয়েছে, আগামী ১১ এপ্রিল নতুন মন্ত্রীরা শপথ নেবেন। সূত্র মারফত জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় তপসিলি জাতি ও তপসিলি উপজাতি সম্প্রদায়ের বিধায়কদের মন্ত্রী করা বিষয়ে প্রধান্য দেওয়া হবে। পাশাপাশি নতুন মন্ত্রিসভায় মহিলারাও গুরুত্ব পাবেন। সূত্র মারফত জানা গিয়েছে, যাঁরা মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তাদের জেলার ইনচার্জ হিসেবে নিয়োগ করা হবে। কেউ কেউ দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলেই জানা গিয়েছে।
বুধবার সন্ধেবেলাতেই অন্ধ্র প্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। রাজ্যপালের সঙ্গে দেখা করেই ওয়াইএসআর কংগ্রেস প্রধান জানিয়ে দিয়েছিলেন, তিনি তাঁর মন্ত্রিসভা ভেঙে দিতে চান। জানা গিয়েছে, গতকাল ৮ এপ্রিল আরও একবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে দেখা করে নতুন মন্ত্রীদের নামের তালিকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আগামী ১১ এপিল নতুন করে শপথ নেবে রাজ্যের মন্ত্রীরা।
তবে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন জগন? ২০১৯ সালে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দিশম পার্টিকে ব্যাপকভাবে পরাজিত করে ক্ষমতা এসেছিল ওয়াইএসআর কংগ্রেস। সেই সময়ই জগন জানিয়েছিলেন, সরকারের মধ্য মেয়াদে ২০২৪ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের রণকৌশলগত কারণের জন্য তিনি মন্ত্রিসভায় রদবদল করবেন। এই পদ্ধতির স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, এই পদ্ধতি অবলম্বন করলে সবাই কাজ করা সুযোগ পাবে এবং বিধানসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠান বিরোধিতার হওয়াও রোধ করা সম্ভব হবে। সোমবারই ভার্চুয়ার বৈঠকের মাধ্যমে রাজ্যের নতুন ১৩ টি জেলার শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই দক্ষিণী রাজ্যে সব মিলিয়ে জেলার সংখ্যা ২৬। তিনি জানিয়েছিলেন, জেলা ভাগ করলে কাজ করতে সুবিধা হবে এবং রাজ্যের মানুষ তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। মন্ত্রিসভা ভেঙে নতুন সদস্যদের মন্ত্রী করে ২০২৪ সালের নির্বাচনে তিনি ক্ষমতা ধরে রাখতে পারেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।