আমূল দুধের দাম বাড়ছে, বিপাকে আমজনতা
আমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দেড় বছর (Year) বাদে দুধের দাম বাড়াল কোম্পানি। কপালে চিন্তার ভাজ মধ্যবিত্তদের।
নয়াদিল্লি: ১ জুলাই থেকে আমূল দুধের দাম (Milk) বাড়ছে। প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়ছে আমূল (Amul) দুধের। সংস্থার পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত মধ্যবিত্তের। করোনার দাপটে নানা রাজ্যে লকডাউন। কাজ হারিয়েছেন বহু মানুষ। এমন সময় দুধের মূল্যবৃদ্ধি অসুবিধায় ফেলেছে সাধারণ মানুষকে।
আমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দেড় বছর বাদে দুধের দাম বাড়াল কোম্পানি। গত এক বছরের বেশি সময় ধরে নানা জিনিসের দাম বেড়েছে। পেট্রল ডিজেলের দাম সারা দেশে আকাশছোঁয়া। ৫ রাজ্যে ভোটের ফলাফলের পর থেকেই একাধিক জিনিসের দাম বেড়েছে। এই কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
আমূল তাজা, আমূল শক্তি, আমূল ট্রিম অ্যান্ড স্লিম, আমূল টি স্পেশাল এবং আমূল গোল্ডের দাম বাড়ছে। সাড়া দেশে ২ টাকা করে দাম বাড়ছে আগামী ১ জুলাই থেকে। কপালে চিন্তার ভাজ মধ্যবিত্তদের।
আরও পড়ুন: জাল আধার কার্ডের রমরমা সাগরদিঘীতে, পুলিশের জালে চক্র