PM Modi: দুগ্ধ শিল্পে শীর্ষে ভারত, জড়িয়ে ৮ কোটি মানুষ: আমুলের গোল্ডেন জুবিলিতে মোদী

Amul's golden jubilee: দুগ্ধ উৎপাদনকারী প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক বৃহস্পতিবার হাজির ছিলেন আমুলের অনুষ্ঠানে। গুজরাটের ১৮ হাজার ৬০০ গ্রাম থেকে এসেছিলেন তাঁরা। প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য আমুলের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। আমুলের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর থেকে দেশে প্রচুর ব্রান্ড তৈরি হয়েছে। কিন্তু আমুলের মতো কেউ হয়নি। ভারতের গবাদি পালকদের শক্তির প্রতীক আমুল।”

PM Modi: দুগ্ধ শিল্পে শীর্ষে ভারত, জড়িয়ে ৮ কোটি মানুষ: আমুলের গোল্ডেন জুবিলিতে মোদী
আমুলের প্রদর্শনীতে মোদীImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 7:44 PM

আহমেদাবাদ: গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফাউন্ডেশনের ৫০ বছর উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে গুপরাটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমুল ব্রান্ডের সংস্থার গোল্ডেন জুবিলিতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। আমুলের বিভিন্ন সময়ের মুহূর্ত উঠে এসেছে সেই প্রদর্শনীতে। আমুলের এই প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেই ভিডিয়োও সামনে এসেছে। সেই সঙ্গে উপস্থিত দুগ্ধ উৎপাদকদের উদ্দেশে বক্তৃতাও করেন। সেই বক্তৃতায় তিনি জানান, তাঁর সরকার কৃষকদের কল্যাণে চেষ্টার খামতি রাখে না।

দুগ্ধ উৎপাদনকারী প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক বৃহস্পতিবার হাজির ছিলেন আমুলের অনুষ্ঠানে। গুজরাটের ১৮ হাজার ৬০০ গ্রাম থেকে এসেছিলেন তাঁরা। প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য আমুলের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। আমুলের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর থেকে দেশে প্রচুর ব্রান্ড তৈরি হয়েছে। কিন্তু আমুলের মতো কেউ হয়নি। ভারতের গবাদি পালকদের শক্তির প্রতীক আমুল।” তিনি আরও বলেছেন, “আমুল মানে বিশ্বাস, আমুল মানে উন্নয়ন, আমুল মানে জনগণের যোগদান, আমুল মানে কৃষকদের ক্ষমতায়ন, আমুল মানে ভারতের আত্মনির্ভরতা।” এ সবের পাশাপাশি দুগ্ধ উৎপাদন শিল্পে ভারতের অগ্রগতি নিজের বক্তব্যে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, “আমরা বিশ্বের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী দেশ। এই ক্ষেত্রে দেশের ৮ কোটি মানুষ সরাসরি জড়িয়ে। এই সেক্টরের টার্নওভার ১০ লক্ষ কোটি টাকা।”

এদিনের অনুষ্ঠানে পাঁচটি ডেয়ারি প্রকল্পেরও উদ্বোধন করেন মোদী। ৫০ হাজার লিটারের আইসক্রিম প্ল্যান্টেরও উদ্বোধ করেন। সেই সঙ্গে গুজরাটে প্রায় ২২ হাজার ৮৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।