AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট কত নম্বরে?

Most Popular Leader: বিশ্বের রাষ্ট্রনেতাদের নিয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৭দিন ব্যাপী সমীক্ষা চালিয়েছে মর্নিং কনসাল্ট। সেই সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়। একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ৭০ শতাংশের উপর ভোট পেয়েছেন। ৬০ শতাংশের কোটায় ভোট পেয়েছেন কেবল মেক্সিকোর প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট কত নম্বরে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 22, 2024 | 10:33 PM
Share

নয়া দিল্লি: বিশ্বের জনপ্রিয়তম নেতার শিরোপা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রকাশিত মর্নিং কনসাল্ট-এর সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম (PM Narendra Modi)। নরেন্দ্র মোদী ৭৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর আশপাশে আর কেউ নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক থেকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পর্যন্ত রয়েছেন তালিকার অনেকটা নীচে।

মর্নিং কনসাল্ট-এর সমীক্ষা রিপোর্ট অনুসারে, জনপ্রিয়তার নিরিখে রাষ্ট্রনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তাঁর প্রাপ্ত ভোট ৬৪ শতাংশ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ১৪ শতাংশ ভোট কম পেয়েছেন তিনি। এরপর ৫৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন সুইৎজারল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যালেই বারসেট। তারপর ৫০ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানেজ ৪৫ শতাংশ ভোট পেয়ে জনপ্রিয় নেতার তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছেন। তাঁর থেকে ২ শতাংশ বেশি ভোট পেয়ে পঞ্চম স্থান দখল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিয়ো লুলা দা সিলভা (৪৭ শতাংশ)। আর ৪৪ শতাংশ ভোট পেয়ে অ্যালবানেজের পরেই সপ্তম স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে মাত্র ৩৭ শতাংশ ভোট পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় নবম স্থান পেয়ছেন তিনি। এরপরে দশম স্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর প্রাপ্ত ভোট ৩৫ শতাংশ। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট। তিনি তালিকায় ১২ তম স্থান পেয়েছেন। এরপরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তাঁর প্রাপ্ত ভোট ২৪ শতাংশ। তারপরে ১৪ ও ১৫ তম স্থানে রয়েছেন যথাক্রমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক ইয়োল ও জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কুলজ।

জানা গিয়েছে, বিশ্বের রাষ্ট্রনেতাদের নিয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৭দিন ব্যাপী সমীক্ষা চালিয়েছে মর্নিং কনসাল্ট। সেই সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়। একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ৭০ শতাংশের উপর ভোট পেয়েছেন। ৬০ শতাংশের কোটায় ভোট পেয়েছেন কেবল মেক্সিকোর প্রধানমন্ত্রী। আর ৫০ শতাংশের কোটায় ভোট পেয়েছেন মাত্র দু-জন।