Anubrata Mondal: চা-বিস্কুট হাতে নিয়ে বাংলা খবরের কাগজের খোঁজ করলেন কেষ্ট
Cow Smuggling Case: মাঝে একবার শ্বাসকষ্টের সমস্যাও হয়েছিল বলে তাঁর দাবি। গতকাল মধ্যরাতে দিল্লিতে বিচারকের বাড়ি থেকে ফিরে রাতে ভাল ঘুমিয়েছেন তিনি।
দিল্লি: মঙ্গলবার সাত-সকালে (৬টা ৪০ মিনিট) আসানসোল জেল থেকে বেরিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরমধ্যে কলকাতায় আবার স্বাস্থ্য পরীক্ষা হয় তাঁর। সেখান থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। মাঝে একবার শ্বাসকষ্টের সমস্যাও হয়েছিল বলে তাঁর দাবি। গতকাল মধ্যরাতে দিল্লিতে বিচারকের বাড়ি থেকে ফিরে রাতে ভাল ঘুমিয়েছেন তিনি। বুধবার সকালে মেডিক্যাল টেস্টের পর হালকা খাবার খেয়েছেন।
ব্রেকফাস্টে কী খেলেন কেষ্ট?
সূত্রের খবর, অনুব্রতর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সকালে চা-বিস্কুট খেয়েছেন অনুব্রত। প্রাতরাশ সেরেছেন রুটি-সবজি দিয়ে।চিকিৎসকের দেওয়া ডায়েট মেনেই খাবার দেওয়া হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, বাংলা কাগজ পড়তে চেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে আজ হোলি থাকায় ব্যবস্থা করা সম্ভব হয়নি। পাশাপাশি বাড়ির খোঁজ খবর নিয়েছেন অনুব্রত। তাঁর মেয়ে সুকন্যা কেমন রয়েছেন, কী পরিস্থিতিতে রয়েছেন তাও জানতে চেয়েছেন তিনি।
আজ সকাল ১১টা নাগাদ শুরু হবে অনুব্রত মণ্ডলের জেরার প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, এনামুল হকের বয়ানকে সামনে রেখেই জেরা করা হবে কেষ্টকে। উল্লেখ্য, এনামুল হক ইডিকে জানিয়েছিলেন গরু পাচারের টাকা সায়গল হোসেনের মাধ্যমে পৌঁছত অনুব্রত মণ্ডলের কাছে। এবং সমস্ত বিষয়টিই জানতেন তিনি। এনামুলের এই বয়ানকেই সামনে রেখে এ দিন ইডি জিজ্ঞাসাবাদ করতে পারেন অনুব্রত মণ্ডলকে। জিজ্ঞাসাবাদের এই গোটা প্রক্রিয়ারই ভিডিয়ো রেকর্ডিং করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর গতকাল দিল্লি পৌঁছন অনুব্রত মণ্ডল। আসানসোল জেল থেকে তাঁকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা নিয়ে আসা হয়। এরপর জোকা ইএসআই হাসপাতালে তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হলে দিল্লিতে নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা।