Anubrata Mondal: আজ রাতেই আদালতে পেশ অনুব্রতকে, সাড়ে ১১ টায় শুনানি: সূত্র

Anubrata Mondal: মঙ্গলবার রাত ৯ টার কিছু আগে দিল্লি পৌঁছন অনুব্রত। দিল্লি যাত্রা আটকানোর সব চেষ্টাই ব্যর্থ হয়েছে তাঁর।

Anubrata Mondal: আজ রাতেই আদালতে পেশ অনুব্রতকে, সাড়ে ১১ টায় শুনানি: সূত্র
দিল্লিতে অনুব্রত (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 11:24 PM

নয়া দিল্লি: দিল্লি নিয়ে যাওয়ার পরই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ অনুব্রত বিমানে দিল্লি পৌঁছেছেন। সেখান থেকে তাঁকে সরাসরি ইডি (ED)-র সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনও সময় নষ্ট করতে চায় না তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই তাঁকে আদালতে পেশ করা হবে। অনুব্রতর আইনজীবীকে জানানো হয়েছে, রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জরুরি ভিত্তিতে হবে অনুব্রতর মামলার শুনানি। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি বা ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানি হবে বলে জানা গিয়েছে।

আদালতের সময় শেষ হয়ে গিয়েছে স্বাভাবিক নিয়মেই। বুধবার হোলি উপলক্ষ্যে বন্ধ থাকবে কোর্ট। তাই ইডি জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে রেখেছিল আগেই। সেই মতো শুনানি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর,  ইডির আইনজীবীর তরফে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে জানান হয়েছে, মঙ্গলবার রাতে সাড়ে ১১  টায় শুনানি হবে। গরু পাচার মামলায় অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানাবে ইডি, এমনটাই মনে করা হচ্ছে। ১৪ দিনের হেফাজতে চাইতে পারে ইডি। বিচারক রাকেশ সিং-এর বেঞ্চে হবে শুনানি।

আইনি পথে অনুব্রতকে কোনও সুযোগ ছাড়তে চায় না ইডি। সে কারণেই কোনও সময় নষ্ট করতে চাইছেন না কেন্দ্রীয় সংস্থার আইনজীবীরা। ইডির তরফে বিচারককে বোঝানোর চেষ্টা হবে, কেন তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।

মঙ্গলবারই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। বিমানবন্দর থেকে সোজা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। পরে নিয়ে যাওয়া হয় ইডির সদর দফতর প্রবর্তন ভবনে।