চরম অক্সিজেন সঙ্কট রাজধানীতে, ২৪ ঘণ্টায় মৃত বেড়ে দাঁড়াল ৩০৬, আক্রান্ত ২৬ হাজারেরও বেশি

চলতি সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, দিল্লিতে পজেটিভিটি রেট ৩০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে তা বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

চরম অক্সিজেন সঙ্কট রাজধানীতে, ২৪ ঘণ্টায় মৃত বেড়ে দাঁড়াল ৩০৬, আক্রান্ত ২৬ হাজারেরও বেশি
দিল্লিতে রোগীর পরিবারকেই বহন করতে হচ্ছে অক্সিজেন। ছবি:PTI
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 6:31 AM

নয়া দিল্লি: অক্সিজেন সঙ্কট নিয়ে যখন কেন্দ্রের সঙ্গে বিবাদে ব্যস্ত দিল্লি, সেই ফাঁকেই দৈনিক মৃতের হারে রেকর্ড গ়ড়ল রাজধানী। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৩০৬ জনের। যা এখনও অবধি রাজ্যের সর্বোচ্চ মৃতের সংখ্যা। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। একদিনেই সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একা মহারাষ্ট্রেই নয়, দিল্লিতেও পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। চলতি সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, দিল্লিতে আক্রান্তের হার বা পজেটিভিটি রেট ৩০ শতাংশে পৌঁছেছে। বিগত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের আসেপাশে থাকায় তা বেড়ে ৩৬.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে চিকিৎসা ব্যবস্থাতেও। হাসপাতালের বাইরে করোনা রোগীর পরিজনদের লম্বা লাইন, ন্যূনতম চিকিৎসার জন্য তাঁদের কাতর আর্তি চোখে পড়ছে। এরই মধ্যে ভয়াবহ রূপ ধারণ করছে অক্সিজেন সঙ্কট।

গতকাল সকালেই দিল্লির দুটি বেসরকারি হাসপাতাল জানায়, তাদের কাছে কেবল কয়েক ঘণ্টার অক্সিজেন পড়ে রয়েছে। অক্সিজেন জোগাতে তারা হাইকোর্টের দারস্থও হন। বিকেলে দিল্লি সরকারের তরফে জানানো হয়, রাজ্যের মোট ছয়টি হাসপাতালে ভাঁড়ার সম্পূর্ণ খালি। বাকি হাসপাতালগুলিতেও কয়েক ঘণ্টা, কোনওটিতে কয়েকদিনের অক্সিজেন মজুত রয়েছে।

আরও পড়ুন: বেঁচে আছেন সুমিত্রা মহাজন, কোভিড রিপোর্টও নেগেটিভ, শশীর দাবি উড়িয়ে জানাল বিজেপি