Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়াবতীর ভঙ্গিতেই পাল্টা জবাব ওয়াইসির, যোগীরাজ্যে ১০০ আসনে প্রার্থী দেবে মিম

Asaduddin Owaisi on Uttar Pradesh Assembly Election 2022: সম্প্রতিই মায়াবতীর বহুজন সমাজ দলের সঙ্গে আসাউদ্দিন ওয়াইসির মিমের জোট বাঁধার জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু গত সপ্তাহেই মায়াবতী টুইট করে জানান, উত্তর প্রদেশে তাঁর দল একাই লড়বে।

মায়াবতীর ভঙ্গিতেই পাল্টা জবাব ওয়াইসির, যোগীরাজ্যে ১০০ আসনে প্রার্থী দেবে মিম
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 9:14 AM

নয়া দিল্লি: মায়াবতীর সঙ্গে জোট নয়, আগামী বছর বিধানসভা নির্বাচনে অন্য দলের সমর্থনে লড়ার ঘোষণা করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। রবিবার তিনি জানান, আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেবে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন দল, যা সংক্ষেপে এআইএমআইঅএম নামেই পরিচিত।

ওয়াইসি জানান, ইতিমধ্যেই দলের তরফে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে একা নয়, ওম প্রকাশ রাজভরের দল রাজভর ভাগীদারী সংকল্প মোর্চার সমর্থনে তারা উত্তর প্রদেশ নির্বাচনে লড়বেন। মায়াবতীর সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গে তিনি টুইটে বলেন, “আমি নির্বাচন নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। প্রথমত, আমরা ঠিক করেছি ১০০ টি আসনে প্রার্থী দেওয়া হবে। ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আমরা ওম প্রকাশ রাজভরের সমর্থনে রয়েছি। তৃতীয়ত, নির্বাচন বা জোট নিয়ে কোনও কথা হয়নি।”

সম্প্রতিই মায়াবতীর বহুজন সমাজ দলের সঙ্গে আসাউদ্দিন ওয়াইসির মিমের জোট বাঁধার জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু গত সপ্তাহেই মায়াবতী টুইট করে জানান, একমাত্র পঞ্জাবেই শিরোমণী আকালি দলের সঙ্গে তারা জোটে নির্বাচন লড়বেন। উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে তাঁর দল একাই লড়বে। মায়াবতীর টুইটের জবাবে এ দিন আসাউদ্দিন ওয়াইসিও জোটের জল্পনা উড়িয়ে দিলেন।