কালো ধোঁয়ার গ্রাসে এইমস চত্বর, চোখে পড়ছিল কেবল আগুনের ফুলকি, অল্পের জন্য প্রাণরক্ষা রোগীদের
Fire At Delhi AIIMS Hospital: দিন ভোর পাঁচটা নাগাদ দিল্লির এইমস হাসপাতালের স্টোররুমে আগুন লাগে।
নয়া দিল্লি: এইমস হাসপাতালে আগুন (Fire)। এ দিন ভোর পাঁচটা নাগাদ দিল্লির এইমস (AIIMS) হাসপাতালের স্টোররুমে আগুন লাগে। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় হাসপাতাল চত্বর। স্টোর রুম থেকে বিদ্যুতের ঝলকানিও দেখা যায়। আগুন লাগতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। সাবধানে বের করে আনা হয় রোগীদের। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি বলেই জানা গিয়েছে।
দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়, সোমবার ভোর পাঁচটা নাগাদ হাসপাতালের স্টোররুম থেকে বিদ্যুতের ফুলকি বেরতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া গ্রাস করে নেয় গোটা হাসপাতাল চত্বর। ৫টা ১৫ মিনিট নাগাদ কন্ট্রোল রুমে আগুন লাগার খবর মেলে।
Sparking & smoke seen in a dummy room of AIIMS Hospital near the casualty area. All patients were evacuated from the affected area. Seven fire brigade vehicles reached the spot & extinguished the fire. No injury reported. Cause of fire yet to be ascertained: DCP South Atul Thakur pic.twitter.com/7jvAcqhD18
— ANI (@ANI) June 28, 2021
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। সুরক্ষিতভাবে রোগীদের বের করে আনার পাশাপাশি আগুন নেভানোর কাজও শুরু হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। তবে কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি।
এর আগে চলতি বছরেই মুম্বইয়ের ভাণ্ডুপে কোভিড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় ১১ জন রোগীর মৃত্যু হয়। এরপর দিল্লির সফদরজং হাসপাতালেও আগুন লাগে। একের পর এক হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: Corona Cases Lockdown News Live: ৩৩.৩৩ কোটির টিকাকরণে আমেরিকাকে পিছনে ফেলে ‘ফার্স্ট’ ভারত