Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ

| Edited By: | Updated on: Jun 29, 2021 | 12:33 AM

COVID-19 Live Update: কয়েক মাস বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা হাজারের নীচে নামল।গত ২৪ ঘণ্টায় সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের।

Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ
নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ (ফাইল ছবি)

দেশে করোনা সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি মিলল আরও একটি সুখবর। টিকাকরণে আমেরিকাকেওপিছনে ফেলে দিল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় অনেকটাই কম। সংক্রমণের জেরে একদিনে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের, অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৫৭৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪।  করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Jun 2021 09:17 PM (IST)

    শেষ ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু বঙ্গে, পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ

    নামতে নামতে ১৮০০-র নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও ওঠানামা লেগে রয়েছে। আশা জাগিয়ে বেশ কয়েকটি জেলায় মৃত্যুর হার কমলেও কয়েকটি জেলার মৃত্যুর হার এখনও চিন্তায় রেখেছি। মূলত দক্ষিণের কয়েকটি জেলায় মৃত্যু এখনও ঠেকানো যাচ্ছে না। সোমবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৩৬ জন।

    শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ৫৮০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ।

    সবিস্তারে পড়ুন: একদিনে ২৫ মৃত্যু ৪ জেলায়, ১৮০০-র নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা

  • 28 Jun 2021 01:44 PM (IST)

    ইউরোপীয় ইউনিয়নে কোভিশিল্ড নিয়ে জট, বিপাকে ভারতীয়রা

    'ভ্যাকসিন পাসপোর্টে'র নিয়মে বিপাকে কোভিশিল্ড প্রাপকরা, দ্রুত সমাধানের আশ্বাস সেরাম কর্তার

    কোভ্যাক্সিনই নয়, কোভিশিল্ড (Covishield) নিয়েও বিদেশ যেতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু ভারতীয়। মূলত ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতেই নতুন “ভ্যাকসিন পাসপোর্টে”(Vaccine Passport)-র নিয়মে কোভিশিল্ডকে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন বিদেশযাত্রী, বিশেষত পড়ুয়ারা। দ্রুত তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন টিকা প্রস্তুতকারক সংস্থার প্রধান আদার পুনাওয়ালা (Adar Poonawalla)।

    বিস্তারিত পড়ুন: ‘ভ্যাকসিন পাসপোর্টে’র নিয়মে বিপাকে কোভিশিল্ড প্রাপকরা, দ্রুত সমাধানের আশ্বাস সেরাম কর্তার

  • 28 Jun 2021 11:08 AM (IST)

    সংক্রমণের জেরে ১৫ জুলাই অবধি বন্ধ থাকবে উপত্যকার সমস্ত স্কুল

    করোনা সংক্রমণের জেরে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন। এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, সমস্ত স্কুল ও কোচিং সেন্টারগুলি আগামী ১৫ জুলাই অবধি বন্ধ থাকবে। তবে অনলাইনে পঠনপাঠন চলতে পারে।

  • 28 Jun 2021 11:03 AM (IST)

    করোনা কাটায় বিদ্ধ ওড়িশার পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীরা

    পুণ্যার্থী ছাড়াই এ বার হয়তো জগন্নাথ দেবের রথযাত্রা হবে। অন্যান্য বছর এই সময় পুরীতে ঠাই না মিললেও বিগত বছর থেকে করোনা সংক্রমণের কারণে মার খাচ্ছে পর্যটন শিল্প।

  • 28 Jun 2021 10:59 AM (IST)

    মিজোরামে সক্রিয় রোগী বেড়ে দাঁড়াল ৪,৩৭০-এ

    মিজোরামে কিছুতেই কমছে না করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের ২৩৩ জন জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যু হয়নি কোনও রোগীর। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৩২৪-এ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৩৭০।

  • 28 Jun 2021 10:25 AM (IST)

    করোনার বুস্টার ভ্যাকসিন আনল অ্যাস্ট্রাজেনেকা, বছর শেষে মিলবে ট্রায়ালের ফল

    Booster Vaccine: 'বেটা'কে বাগ মানাতে হাজির বুস্টার ভ্যাকসিন, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

    ডেল্টা-বেটা ভ্যারিয়েন্টের উপদ্রবে মাসের পর মাস ঘরবন্দি হয়েই থাকতে হচ্ছে ব্রিটেনবাসীকে। করোনা টিকাও তেমনভাবে বাগ মানাতে পারছে না সংক্রমণ। তাই এ বার বুস্টার ভ্যাকসিনের স্মরণাপন্ন ব্রিটেন। অ্য়াস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বুস্টার ভ্যাকসিন কতটা কার্যকরী, তা জানতে রবিবার থেকে পরীক্ষামূলক ট্রায়াল শুরু করা হল।

    বিস্তারিত পড়ুন: Booster Vaccine: ‘বেটা’কে বাগ মানাতে হাজির বুস্টার ভ্যাকসিন, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

Published On - Jun 28,2021 10:22 AM

Follow Us: