‘ভ্যাকসিন পাসপোর্টে’র নিয়মে বিপাকে কোভিশিল্ড প্রাপকরা, দ্রুত সমাধানের আশ্বাস সেরাম কর্তার

Covishield Vaccine Issue: "ভ্যাকসিন পাসপোর্টে"র নিয়মে কোভিশিল্ডকে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন বিদেশযাত্রী, বিশেষত পড়ুয়ারা।

'ভ্যাকসিন পাসপোর্টে'র নিয়মে বিপাকে কোভিশিল্ড প্রাপকরা, দ্রুত সমাধানের আশ্বাস সেরাম কর্তার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 12:50 PM

নয়া দিল্লি: শুধু কোভ্যাক্সিনই নয়, কোভিশিল্ড (Covishield) নিয়েও বিদেশ যেতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু ভারতীয়। মূলত ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতেই নতুন “ভ্যাকসিন পাসপোর্টে”(Vaccine Passport)-র নিয়মে কোভিশিল্ডকে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন বিদেশযাত্রী, বিশেষত পড়ুয়ারা। দ্রুত তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন টিকা প্রস্তুতকারক সংস্থার প্রধান আদার পুনাওয়ালা (Adar Poonawalla)।

সোমবার সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া(Serum Institute of India)-র সিইও আদার পুনাওয়ালা টুইট করে লেখেন, “বহু ভারতীয়, যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যেতে সমস্যায় পড়ছেন। আমি সকলকে আশ্বস্ত করছি যে গোটা বিষয়টি আমি শীর্ষস্তরে জানিয়েছি এবং আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই টিকা নিয়ামক সংগঠন ও কূটনৈতিক স্তরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়ে যাবে।”

কোভিশিল্ড নিয়ে সমস্যা কোথায়?

ভারতে কোভ্যাক্সিন তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলাকালীনই অনুমোদন পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন পায়নি। কিন্তু কোভিশিল্ডের থেকে তা নয়। অন্যান্য দেশে কোভিশিল্ডের টিকাপ্রাপকরা সমস্যায় না পড়লেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা নিয়ামক সংগঠন মোট চারটি ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে। এতে ইউরোপে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যা ভ্যাকজ়েরভ্রিয়া নামে পরিচিত, তা অনুমোদন পেয়েছে। তবে একই উপাদানে তৈরি ভারতে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়নি।

আগামী ১ জুলাই থেকে ইউরোপে ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেওয়া শুরু হবে। টিকা নেওয়া থাকলে, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে বা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে এই সার্টিফিকেট দেওয়া হবে। করোনাকালে স্বাধীনভাবে চলাচলের জন্য প্রয়োজন পড়বে এই সার্টিফিকেটের। যারা বিদেশ থেকে আসবেন, তাদের কাছেও এই সার্টিফিকেট থাকতে হবে। বর্তমান নিয়মে কোভিশিল্ড প্রাপ্ত ভারতীয়রা কোনও সমস্য়ায় না পরলেও ১ জুলাইয়ের নতুন নিয়মে তাদের কোয়ারেন্টাইন সহ অন্যান্য কোভিডবিধি মানতে হবে।

আরও পড়ুন: ‘লালকেল্লায় থাকা নেতাজির টুপির খোঁজ মিলছে না’, বসু পরিবারের অভিযোগ নস্যাৎ কেন্দ্রের