Indian Railway: জানেন প্রত্যেক রেল যাত্রীই টিকিটে ৫৫ শতাংশ ছাড় পান?

Rail ticket discount: আসলে করোনা পরিস্থিতির আগে বয়স্কদের ক্ষেত্রে টিকিটে বিশেষ ছাড় দিত রেল। পরে লকডাউন শুরু হয়ে যাওয়ায় রেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এরপর পরিষেবা চালু হলেও সে সব ছাড় আর কার্যকর হয়নি। এই বিষয়ে প্রশ্ন উঠেছে সংসদেও।

Indian Railway: জানেন প্রত্যেক রেল যাত্রীই টিকিটে ৫৫ শতাংশ ছাড় পান?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Jan 13, 2024 | 5:53 AM

নয়া দিল্লি: লোকাল থেকে এক্সপ্রেস- দেশ জুড়ে ট্রেনযাত্রীর সংখ্যা নেহাত কম নয়। ট্রেন রুটের সঙ্গে সঙ্গে বদলায় টিকিটের দামও। দূরপাল্লায় এক এক ধরনের কামরার ক্ষেত্রে একেক রকম দাম। কিন্তু টিকিট যেমনই হোক না কেন, আপনি-আমি প্রত্যেকেই পাই ৫৫ শতাংশের ছাড়। সম্প্রতি এ কথা জানিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করোনা কালে অনেক ক্ষেত্রে ছাড় তুলে নিয়েছে রেল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেই সব ছাড় আর দেওয়া হয়নি। সম্প্রতি সেই বিষয় নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সব ছাড় কি আর ফেরাবে না রেল? সম্প্রতি তার উত্তর দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী।

বুলেট ট্রেন প্রকল্পের কাজ কতটা এগোল, সেটা দেখতেই সম্প্রতি আমেদাবাদ গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। সেখানে গিয়ে ছাড় সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আসলে করোনা পরিস্থিতির আগে বয়স্কদের ক্ষেত্রে টিকিটে বিশেষ ছাড় দিত রেল। পরে লকডাউন শুরু হয়ে যাওয়ায় রেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এরপর পরিষেবা চালু হলেও সে সব ছাড় আর কার্যকর হয়নি। এই বিষয়ে প্রশ্ন উঠেছে সংসদেও।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েই রেল মন্ত্রী বলেন, “রেল তো আগে থেকেই প্রত্যেক যাত্রীকে টিকিটে ৫৫ শতাংশ ছাড় দেয়। যদি কোনও গন্তব্যে যেতে টিকিটের দাম হয় ১০০ টাকা, তাহলে রেল নেয় ৪৫ টাকা অর্থাৎ ৬৬ টাকা ছাড় পাওয়া যায়।” এর থেকে বেশি কোনও ব্যাখ্যা দেননি তিনি। সম্প্রতি একটি আরটিআই-এর প্রেক্ষিতে রেল জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ১৫ কোটি বয়স্ক যাত্রীর থেকে ২,২৪২ কোটি টাকা উপার্জন করেছে রেল।

তবে ভারতীয় রেল শুধু যাত্রীদের টিকিট থেকেই আয় করে তাই নয়, আরও অনেক  উপায় আছে। রেল স্টেশনে বিজ্ঞাপন, জিনিসপত্র রফতানি করেও আয় করে রেল।