Drugs Recovery: বিস্কুটের বাক্সের ভিতরেই ছিল ২১০ কোটির আসল ‘মাল’, সীমান্ত পার করতেই বামাল সহ পুলিশের ফাঁদে

Drugs Recovery: পুলিশের তরফে জানানো হয়েছে, লালদিনুয়া নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকই গাড়ি চালাচ্ছিলেন। মিজোরামের আইজল থেকে আসছিল গাড়িটি। নাকা তল্লাশির সময় গাড়ির পিছনে প্রচুর বাক্স রাখা থাকতে দেখা যায়। চালক দাবি করে, বিস্কুট-পাউরুটি রয়েছে তাতে। কিন্তু বাক্স খুলতেই বেরিয়ে আসে মাদক।

Drugs Recovery: বিস্কুটের বাক্সের ভিতরেই ছিল ২১০ কোটির আসল 'মাল', সীমান্ত পার করতেই বামাল সহ পুলিশের ফাঁদে
উদ্ধার হওয়া মাদক।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 05, 2024 | 6:36 AM

গুয়াহাটি: ঘাড়ে লোকসভা নির্বাচন। ভোট এগিয়ে আসতেই বেড়েছে নজরদারি। আর তাতেই সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মিলল বিরাট সাফল্য। উদ্ধার ২১ কেজিরও বেশি হেরোইন। এই বিপুল পরিমাণ মাদকের বাজারমূল্য আনুমানিক ২১০ কোটি টাকা। একটি গাড়িতে করে মাদক পাচার করা হচ্ছিল। বিস্কুট-পাউরুটি রাখার বাক্স যেমন দেখতে হয়, ঠিক তেমন বাক্সের মধ্যে ভরেই মাদক আনা হচ্ছিল। পুলিশি তৎপরতায় তা দেশে ছড়িয়ে পড়ার আগেই উদ্ধার হল।

মাদক উদ্ধারে এই বিরাট সাফল্য পেয়েছে অসম পুলিশ। জানা গিয়েছে, মিজোরাম থেকে অসমে নিয়ে আসা হচ্ছিল ওই মাদক।  সূত্র মারফত খবর পেয়েই অভিযান চালায় অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কাচার জেলার শিলচর পুলিশ স্টেশনের অধীনে শহিদপুর থেকে একটি গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অসম পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “অসমকে মাদকমুক্ত করার অভিযানে সাফল্য। কাচার পুলিশ ও অসম এসটিএফের যৌথ অভিযানে ২১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে শিলচর থেকে। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাদক চক্রের পর্দা ফাঁস করতে তদন্ত চলছে।”

পুলিশের তরফে জানানো হয়েছে, লালদিনুয়া নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকই গাড়ি চালাচ্ছিলেন। মিজোরামের আইজল থেকে আসছিল গাড়িটি। নাকা তল্লাশির সময় গাড়ির পিছনে প্রচুর বাক্স রাখা থাকতে দেখা যায়। চালক দাবি করে, বিস্কুট-পাউরুটি রয়েছে তাতে। কিন্তু বাক্স খুলতেই বেরিয়ে আসে মাদক।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল পার্থ সারথী মোহান্ত বলেন, “১০ দিন আগেই এসটিএফের কাছে খবর এসেছিল যে পড়শি রাজ্য থেকে এ রাজ্যে বিপুল পরিমাণ মাদক আসছে। বড় বড় শহরে সেই মাদক সাপ্লাই করা হবে। ৩ দিন আগে আমরা খবর পাই, মিজোরাম থেকে মাদক নিয়ে যাত্রা শুরু করেছে গাড়ি। এরপর থেকেই তৎপর ছিল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি গাড়ি থেকে ২১.৫ কেজির মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ১৮ কেজি হেরোইনের একদম শুদ্ধ আকারে ছিল এবং সাড়ে ৩ কেজি মাদক সেবনের উপযুক্ত ছিল। এই মাদকের বাজারমূল্য আনুমানিক ২১০ কোটি টাকা। তবে ওই ১৮ কেজির বিশুদ্ধ হেরোইনের সঙ্গে আরও জিনিস মিশিয়ে ৫০-৬০ কেজির মাদক তৈরি হত, যার বাজারমূল্য ৫৪০ কোটি টাকা অবধি পৌঁছতে পারত।”