Aadhar-PAN Card Link: আধার-প্যান কার্ড লিঙ্ক করাননি, ৯০০০ কর্মীর অ্যাকাউন্টে এল মাত্র ১ টাকা বেতন!

Aadhar-PAN Card Link: ৩১ মার্চ বেতন আসার কথা ছিল। কিন্তু বেতন না আসতেই অনেকে মেইল খোলেন। তাতে দেখেন, স্যালারি স্লিপ তো এসেছে। আর স্লিপ খুলতেই চক্ষু চড়কগাছ। দেখলেন, বেতন এসেছে মাত্র ১ টাকা। প্রথমে ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগ বা ব্যাঙ্কের ভুলে হয়তো এমন হয়েছে। কিন্তু অধিকর্তাদের কাছে গিয়ে কর্মীরা জানতে পারলেন, আয়কর দফতরের নিয়ম অনুযায়ী আধার ও প্যান কার্ড লিঙ্ক না করানোর জন্যই এমন ভোগান্তি।

Aadhar-PAN Card Link:  আধার-প্যান কার্ড লিঙ্ক করাননি, ৯০০০ কর্মীর অ্যাকাউন্টে এল মাত্র ১ টাকা বেতন!
পে-স্লিপে দেখাচ্ছে ১ টাকা বেতন এসেছে।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 05, 2024 | 12:41 PM

মুম্বই: সরকারের তরফে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে আধার কার্ড ও প্য়ান কার্ড লিঙ্ক করানোর। বিনামূল্যে অনলাইনেও লিঙ্ক করানোর সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এতকিছুর পরও সরকারি নির্দেশে গা দেননি অনেকেই। তার ফল এবার মিলল হাতেনাতে। মাস পড়তেই বেতন এল, তবে তা মাত্র ১ টাকা! একজন-দু’জন নয়, এমন অবস্থা হল ৯ হাজার সরকারি কর্মীর!

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের মধ্যে যারা আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করাননি, তাদের এবার বেতন এসেছে মাত্র ১টাকা। মূলত কনজারভেন্সি ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগে যারা কাজ করেন, তাদের সঙ্গেই এই ঘটনা ঘটেছে।

৩১ মার্চ বেতন আসার কথা ছিল। কিন্তু বেতন না আসতেই অনেকে মেইল খোলেন। তাতে দেখেন, স্যালারি স্লিপ তো এসেছে। আর স্লিপ খুলতেই চক্ষু চড়কগাছ। দেখলেন, বেতন এসেছে মাত্র ১ টাকা। প্রথমে ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগ বা ব্যাঙ্কের ভুলে হয়তো এমন হয়েছে। কিন্তু অধিকর্তাদের কাছে গিয়ে কর্মীরা জানতে পারলেন, আয়কর দফতরের নিয়ম অনুযায়ী আধার ও প্যান কার্ড লিঙ্ক না করানোর জন্যই এমন ভোগান্তি। এখন এই ৯ হাজার কর্মীরা পড়িমড়ি করে সমস্ত নথি জোগাড় করছেন আধার-প্যান লিঙ্ক করানোর জন্য। অনেক কর্মীরা আবার বিএমসি-র উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন আগে থেকে এই বিষয়ে সচেতন না করার জন্য।

নাগেশ ঘাদগে নামক এক বিএমসির কর্মী জানান, তিনি ২০০৭ সাল থেকে চাকরি করছেন। ৭ ঘণ্টা ডিউটি তাঁর, প্রতি মাসে বেতন পান ৪৯ হাজার টাকা। কিন্তু এই মাসে অ্যাকাউন্টে এসেছে ১ টাকা। তিনি বলেন, “এখন আমাদের আধার-প্যান লিঙ্কের কথা জানানো হচ্ছে। বলা হচ্ছে, নথি জমা দিলেই বেতন চলে আসবে অ্যাকাউন্টে। কীভাবে ভরসা করব যে টাকা আসবেই? বিএমসি-র উচিত ছিল কর্মীদের জন্য আধার-প্যান লিঙ্কের কথা ঘোষণা করা।”

বিজয় সাকপাল নামক আরেক কর্মী, যার বেতন ৫৫ হাজার টাকা, তিনি বলেন, “এই মাসটা আমরা কী করব? আধার-প্যান লিঙ্ক না করালে বেতন যে আসবে না, সে কথাও জানানো হয়নি আমাদের। এক মাস আগে জানালেও আমরা লিঙ্ক করানোর কাজ সেরে ফেলতাম।”