Home Voting Process: আজ থেকে বাড়িতে বসেই দিতে পারবেন ভোট, কীভাবে দেবেন, জেনে নিন গোটা প্রক্রিয়া

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। ৮৫ বছরের ঊর্ধ্বে ও যারা শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম, তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করার সুবিধা দেওয়া হবে।

Home Voting Process: আজ থেকে বাড়িতে বসেই দিতে পারবেন ভোট, কীভাবে দেবেন, জেনে নিন গোটা প্রক্রিয়া
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Apr 05, 2024 | 7:55 AM

নয়া দিল্লি: দেশ জুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। মোট সাত দফায় হবে ভোট গ্রহণ। ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু। তবে তার আগে, আজ থেকেই দেওয়া যাবে ভোট। তাও আবার বুথে নয়, বাড়িতে বসেই। আসন্ন লোকসভা নির্বাচন থেকেই দেশে চালু হচ্ছে বাড়ি বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস। প্রথম দফার ভোটগ্রহণ আগামী ১৯ এপ্রিল। তার জন্যই আজ থেকে বাড়ি বসে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি এই নিয়মও সংযোজন করা হয়। ৮৫ বছরের ঊর্ধ্বে ও যারা শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম, তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করার সুবিধা দেওয়া হবে। একজন রিটার্নিং অফিসার গিয়ে পোস্টাল ব্যালটে এই ভোট গ্রহণ করবেন।

কীভাবে ভোট দেবেন?

যারা বাড়ি বসে ভোট দিতে চান, তাদের জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে উপযুক্ত নথি সহ। সেই আবেদন গৃহীত হলে দুইজন নির্বাচনী আধিকারিক যাবেন ভোট গ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার হবেন। এছাড়া এক জন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষীও থাকবেন ভোটদানের সাক্ষী হিসাবে। যারা বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ওই কেন্দ্রের প্রার্থীদের নাম ও দলের তালিকা থাকবে।