Accident: সিটে লেগে পোড়া চামড়া, আকশি দিয়ে বের করার চেষ্টা, ট্যাঙ্কারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি ৪ জনের
Car Caught on Fire: ট্যাঙ্কারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ট্যাঙ্কারটি। পরপর ধাক্কা মারে সেই লেন দিয়ে আসা পিক আপ ভ্যান ও গাড়িতে। সংঘর্ষের পরই আগুন ধরে যায় গাড়িটিতে। ওই গাড়িটির ভিতরে সিএনজি সিলিন্ডার থাকায় নিমেষে আগুনের গ্রাসে চলে যায়।
নয়া দিল্লি: অন্ধকারের বুক চিরে দ্রুতগতিতে ছুটছিল তেলের ট্যাঙ্কার। হঠাৎ খেই হারাল চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা ডিভাইভারে। এরপরও থামেনি ট্যাঙ্কারটি। সামনের একটি গাড়ি ও পিকআপ ভ্যানেও সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ট্য়াঙ্কার থেকে তেল লিক করতে শুরু করে। আগুন লেগে সম্পূর্ণ জ্বলে যায় সামনের গাড়িটি। ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-জয়পুর হাইওয়ের উপরে। দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। ঘাতক ট্যাঙ্কারটির চালক পলাতক।
শুক্রবার রাতে হরিয়ানার গুরুগ্রামের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, তেল ভর্তি ট্যাঙ্কারটি জয়পুর থেকে আসছিল। অন্য়দিকে ছোট গাড়িটি জয়পুর যাচ্ছিল। সিধরাউলি গ্রামের কাছে ট্যাঙ্কারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ট্যাঙ্কারটি। পরপর ধাক্কা মারে সেই লেন দিয়ে আসা পিক আপ ভ্যান ও গাড়িতে। সংঘর্ষের পরই আগুন ধরে যায় গাড়িটিতে। ওই গাড়িটির ভিতরে সিএনজি সিলিন্ডার থাকায় নিমেষে আগুনের গ্রাসে চলে যায়। তেলের ট্য়াঙ্কারটিতেও আগুন ধরে যায়।
#WATCH | Haryana: A tanker hits a car and pickup vehicle near Sidhrawali on Delhi-Jaipur Highway. Further details awaited. pic.twitter.com/RhmzpS1PKL
— ANI (@ANI) November 11, 2023
গাড়ির ভিতরে তিনজন যাত্রী ছিলেন। তারা গাড়ির ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান। অন্যদিকে, পিক আপ ভ্যানের চালকও ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।