Bangladeshi Refugee Issue: বাংলাদেশ অগ্নিগর্ভ হতেই সীমান্তে একের পর এক ভারতীয় সেনার ট্রাক, বাড়ছে শরণার্থী উদ্বেগ

Bangladeshi Protest: উত্তপ্ত  বাংলাদেশে অশান্তি এড়াতেই বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে পারেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগে কেন্দ্র। এর উপরে বাংলাদেশের অশান্তির জেরে উদ্বেগ আরও বেড়েছে।

Bangladeshi Refugee Issue: বাংলাদেশ অগ্নিগর্ভ হতেই সীমান্তে একের পর এক ভারতীয় সেনার ট্রাক, বাড়ছে শরণার্থী উদ্বেগ
ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সেনা।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 2:17 PM

প্রসেনজিৎ চৌধুরী:

অগ্নিগর্ভ বাংলাদেশ। ফের একবার হিংসার আগুনে জ্বলে উঠেছে পড়শি দেশ। সংরক্ষণ আন্দোলনের পর এবার অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত আরও শতাধিক মানুষ। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে। ইন্টারনেট সম্পূর্ণ শাটডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই উদ্বেগ বাড়াচ্ছে শরণার্থী সমস্যা। নজর এবার সীমান্তে।

উত্তপ্ত  বাংলাদেশে অশান্তি এড়াতেই বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে পারেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগে কেন্দ্র। এর উপরে বাংলাদেশের অশান্তির জেরে উদ্বেগ আরও বেড়েছে। অনুপ্রবেশ যাতে না বাড়ে, তার জন্য ফুলবাড়ি সীমান্তে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দুই গাড়ি ভারতীয় সেনা জওয়ান পাঠানো হয়েছে। আপাতত ফুলবাড়ি সীমান্তে আমদানি-রফতানি বন্ধ। বাকি সীমান্তগুলিতেও নজরদারি বাড়ানো হচ্ছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্র এখনও কোনও মন্তব্য না করলেও, শরণার্থী সমস্যা মোকাবিলায় কী পদক্ষেপ করবে নয়াদিল্লির, তার দিকে নজর রাজনৈতিক মহলের। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘাত ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে?

প্রসঙ্গত, বাংলাদেশের শরণার্থী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাহায্য চেয়ে কেউ দরজায় কড়া নাড়লে তাদের ফেরানো হবে না। তাঁর এই মন্তব্যের পরই শরণার্থী বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশ সরকারের তরফেও সেই সময় বলা হয়, “মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক তৈরি হবে।”

অন্যদিকে, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিতর্কের ঝড় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় জন মানচিত্রে পরিবর্তন ঘটছে। বাড়ছে হিংসা, সংঘাতের ঘটনা। লোকসভায় এই বক্তব্য তুলে ধরেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেছিলেন, মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের তিন জেলা-কিষাণগঞ্জ, আরারিয়া ও কাটিহার-কে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানান। এই নিয়ে চরম রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সেই পরিস্থিতিতেই ফের একবার বাংলাদেশি শরণার্থী নিয়ে বাড়ছে চিন্তা।