Rajasthan: ঝোপে পড়ে মুন্ডহীন মহিলার দেহ! হত্যা না ট্রেন দুর্ঘটনা, ধাঁধায় রাজস্থান পুলিশ
Beheaded body of woman found in Rajasthan: দেহের সঙ্গে মাথা না থাকায়, দেহটি কার তা শনাক্ত করতে সমস্যায় পড়েছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ডাকা হয়েছে পুলিশ কুকুরদেরও।
যোধপুর: রাজস্থানে ফের নারী নির্যাতনের অভিযোগ। রবিবার (১৩ অগস্ট) ভোরে, যোধপুরের নিউ পাওয়ার হাউস রোডে এক ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাতপরিচয় মহিলার মুন্ডহীন দেহ। পুলিশ জানিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়, পুলিশের একটি দল। কিন্তু, দেহের সঙ্গে মাথা না থাকায়, দেহটি কার তা শনাক্ত করতে সমস্যায় পড়েছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ডাকা হয়েছে পুলিশ কুকুরদেরও। মহিলার মাথা আশপাশেই কোনও এলাকায় ফেলা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
ডিসিপি গৌরব যাদব জানিয়েছেন, দেহটি শনাক্ত করার পরই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে। তাই তাঁরা সবার আগে মৃতা মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন। এমনকি, এটা কোনও হত্যার ঘটনা নাও হতে পারে বলে মনে করছে রাজস্থান পুলিশ। পুলিশ কর্তাদের মতে ট্রেন দুর্ঘটনার ফলেও মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলের কাছ দিয়েই রেল লাইন গিয়েছে। ট্রেনে কাটা পড়লেও, মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও ছিটকে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডিসিপি গৌরব যাদব বলেছেন, “আমরা হত্যা বা দুর্ঘটনা – কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। সব দিক থেকেই মামলাটির তদন্ত করা হচ্ছে। তবে, সবার আগে আমাদের মৃতার পরিচয় জানতে হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
সম্প্রতি, সংসদে মণিপুর হিংসা নিয়ে বিরোধীদের আলোচনার দাবির জবাবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারংবারই রাজস্থানে মহিলাদের উপর হামলার কথা বলা হয়েছে। রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে একের পর একর অপরাধের ঘটনায় বিরোধীরা চুপ কেন, সেই প্রশ্ন তুলেছেন মোদী সরকারের একাধিক মন্ত্রী। গত শুক্রবার, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় বাড়ির কাছেই একটি কুয়োয় এক নাবালিকার মৃতদেহ পাওয়া গিয়েছিল। দ্বাদশ শ্রেণিতে পড়ত সে। পুলিশ কর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পিছনে মেয়েটির স্কুলের এক শিক্ষকের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।