Bengaluru Stampede: বাইরে মৃত্যুমিছিল, ভিতরে বিরাটরা টেরই পাননি? পদপিষ্টের পরও অনুষ্ঠান কেন চলল?
Bengaluru Stampede: এতজনের মৃত্যুর পরও কেন অনুষ্ঠান করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আধিকারিকরা জানতেন না ফ্যানেদের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বেঙ্গালুরু: বাইরে মৃত্যুমিছিল, ভিতরে তখন চলছে হই-হুল্লোড়, উল্লাস। বিরাট কোহলি, রজত পাতিদার, ক্রনাল পান্ডিয়া, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমাররা কেউ টেরই পেলেন না যে তাদের উদযাপনে সামিল হতে এসেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের?
চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছিল আরসিবির বিজয় উৎসব। ভিতরে তখন উপস্থিত আরসিবির গোটা টিম, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিজয়ী দল ও তাদের জেতা ট্রফিকে দেখতেই বাইরে থেকে কাতারে কাতারে মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন। ভিড়ে ধাক্কাধাক্কিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১১ জনের। আহত আরও কমপক্ষে ৫০ জন।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, “যখন পরিস্থিতি সম্পর্কে জানতে পারি, তখনই আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি। আমাদের ওঁরা আশ্বাস দিয়েছেন যে দ্রুত অনুষ্ঠান শেষ করবেন। এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক ঘটনায আরসিবির আধিকারিকরা আমায় বলেছেন যে দ্রুত উদযাপন শেষ করে দেবেন তারা।” ”
এতজনের মৃত্যুর পরও কেন অনুষ্ঠান করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আধিকারিকরা জানতেন না ফ্যানেদের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আধিকারিকরা জানতেন না বাইরে কী হচ্ছে। ওরা আশ্বাস দিয়েছেন যে দ্রুত অনুষ্ঠান শেষ করবেন। আমরা তো জানতামই না যে কেউ এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। কীভাবে এত মানুষ স্টেডিয়ামে এলেন?”
আইপিএলের চেয়ারম্যান বলেন যে বিসিসিআই ও আইপিএল গতকাল রাতেই যাবতীয় অনুষ্ঠান শেষ করে ফেলেছে। কার্যত রাজ্য সরকারের ঘাড়ে দোষ ঠেলে বলেন, “কীভাবে অনুষ্ঠান হবে, তা ফ্রাঞ্চাইসির সিদ্ধান্ত। রাজ্য সরকারের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোনও প্রোটোকল থাকা উচিত ছিল।”

