PM Narendra Modi: ‘এটাই মোদীজির গ্যারান্টি…’, নমোর ক্যারিশ্মায় মজেছেন ভুটানের প্রধানমন্ত্রীও
Narendra Modi: নিজের ব্যস্ত সূচির মধ্যেও ভুটান সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবে। শনিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে শেরিং লিখেছেন, 'তাঁর ব্যস্ত সূচি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া... কোনওকিছুই প্রধানমন্ত্রী মোদীকে আটকাতে পারেনি তাঁর ভুটান সফরে আসার প্রতিশ্রুতি পূরণ করা থেকে। এটাই নিশ্চয়ই মোদী কা গ্যারান্টি, যা নিয়ে এত চর্চা।'
নয়া দিল্লি: ‘মোদীজির গ্যারান্টি’-র কথা শুধু ভারতেই নয়, পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের দরবারে। দেশ-কালের সীমারেখা পেরিয়ে, আন্তর্জাতিক আঙিনাতেও চর্চিত হচ্ছে ‘মোদীজির গ্যারান্টি’। দু’দিনের ভুটান সফর শেষে শনিবারই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ব্যস্ত সূচির মধ্যেও ভুটান সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবে। শনিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে শেরিং লিখেছেন, ‘তাঁর ব্যস্ত সূচি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া… কোনওকিছুই প্রধানমন্ত্রী মোদীকে আটকাতে পারেনি তাঁর ভুটান সফরে আসার প্রতিশ্রুতি পূরণ করা থেকে। এটাই নিশ্চয়ই মোদী কা গ্যারান্টি, যা নিয়ে এত চর্চা।’
A big thank you to my brother, PM @narendramodi Ji, for visiting us. Neither his busy schedule nor inclement weather could prevent him from fulfilling his promise to visit us. This must be the #ModiKaGuarantee phenomenon! pic.twitter.com/mXkD5a4MUU
— Tshering Tobgay (@tsheringtobgay) March 23, 2024
উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের রাজদরবারের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ‘অর্ডার অব ড্রুক গ্যালপোয়’ সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এও এক নতুন ইতিহাসের সূচনা। প্রধানমন্ত্রী মোদীই হলেন প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যাঁকে নিজেদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল ভুটান।
প্রধানমন্ত্রী মোদীর দু’দিনের এই ভুটান সফরে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব আরও মজবুত হল বলেই মনে করছে কূটনৈতিক মহল। কিছুদিন আগেই ভুটানের প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বৈঠক করেছিলেন। সেই সময়েই তিনি মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ভুটান সফরের জন্য। মোদীও কথা দিয়েছিলেন ভুটান সফরে যাবেন। পড়শি দেশের বন্ধুকে দেওয়া সেই কথা রেখেছেন মোদী। দু’দিনের ভুটান সফরে গিয়ে সে দেশের উন্নয়নের পথে পাশে থাকার বার্তা দিয়েছেন নমো। আগামী পাঁচ বছরে ভুটানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের বার্তাও দিয়েছেন তিনি।