India-Pakistan: পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ এখন ‘শিল্পের পর্যায়ে’, ইসলামাবাদকে ধুয়ে দিলেন জয়শঙ্কর
Indian Pakistan Relation: পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসাবাদে মদত দিয়ে যাচ্ছে সে কথা মনে করিয়ে দিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, 'সন্ত্রাসবাদকে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রতিবেশীর এই বিষয়টি যেখানে গোপন নেই, তখন আপনি সেই প্রতিবেশীর সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন?'
সিঙ্গাপুর: আন্তর্জাতিক ফোরামে ফের একবার পাকিস্তানকে তুলোধনা করল ভারত। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ প্রায় ‘শিল্পের পর্যায়ে’ পৌঁছে গিয়েছে। শনিবার সিঙ্গাপুরে বক্তব্য রাখার সময় ফের একবার ইসলামাবাদকে এ ভাবেই এক হাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের বিদেশ সফরে সিঙ্গাপুরে গিয়েছেন তিনি। শনিবার তাঁর লেখা বই ‘হোয়াই ভারত ম্যাটারস’ সংক্রান্ত এক বক্তৃতায় প্রশ্নোত্তর পর্বে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ প্রসঙ্গে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী। মুখ খোলেন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ়ের ওই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, ‘প্রত্যেক দেশই চায় যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক থাকে। যদি আর কিছু নাও হয়, যাতে অন্তত প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত, ভারতের ক্ষেত্রে সেরকম নয়।’
পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসাবাদে মদত দিয়ে যাচ্ছে সে কথা মনে করিয়ে দিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রতিবেশীর এই বিষয়টি যেখানে গোপন নেই, তখন আপনি সেই প্রতিবেশীর সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন? এটি কোনও একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি তারা একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে… সেক্ষেত্রে আমাদের কী করণীয়? আমাদের এটার মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে। কারণ সমস্য়া এড়িয়ে যাওয়া কোনও সমাধান নয়, সেটা শুধু সমস্যাকে আরও ডেকে আনে।’
এই সমস্যার তাৎক্ষণিক কোনও সমাধান না থাকলেও, ভারত যে এই সমস্যাকে আর বরদাস্ত করবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদীদের থেকে আর নজর ঘুরিয়ে রাখা হবে না, এখন সেই মুডেই রয়েছে ভারত। বিদেশমন্ত্রীর স্পষ্ট কথা, “আমরা কখনোই তাদের বলতে যাব না যে, আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটেছে, আসুন আমরা আলোচনা করি।”