Arvind Kejriwal: ‘তিহাড়ে আপনাকে স্বাগত…’, কেজরীকে বললেন তিহাড়েরই এই হাইপ্রোফাইল জেলবন্দি

Arvind Kejriwal: এবার জেলে বসেই কেজরীর 'মুখোশ' খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হাই প্রোফাইল এক মামলায় ধৃত এই অভিযুক্ত। কথা হচ্ছে ২০০ কোটি টাকার তছরূপের মামলায় গ্রেফতার সুকেশ চন্দ্রশেখরের প্রসঙ্গে। এই মামলায় নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। এছাড়া অপর এক বলি অভিনেত্রী নোরা ফতেহির নামও উঠে এসেছিল এই মামলায়। এমন এক হাই প্রোফাইল মামলায় গ্রেফতার সুকেশ এবার কেজরীর মুখোশ খুলে দেওয়ার হুমকি দিলেন।

Arvind Kejriwal: 'তিহাড়ে আপনাকে স্বাগত...', কেজরীকে বললেন তিহাড়েরই এই হাইপ্রোফাইল জেলবন্দি
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 5:36 PM

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এবার তাঁকে তিহাড় জেলে স্বাগত জানাচ্ছেন অপর এক বন্দি। ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার এই চর্চিত অভিযুক্তও বর্তমানে রয়েছে তিহাড় জেলেই। এবার জেলে বসেই কেজরীর ‘মুখোশ’ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হাই প্রোফাইল এক মামলায় ধৃত এই অভিযুক্ত। কথা হচ্ছে ২০০ কোটি টাকার তছরূপের মামলায় গ্রেফতার সুকেশ চন্দ্রশেখরের প্রসঙ্গে। এই মামলায় নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। এছাড়া অপর এক বলি অভিনেত্রী নোরা ফতেহির নামও উঠে এসেছিল এই মামলায়। এমন এক হাই প্রোফাইল মামলায় গ্রেফতার সুকেশ এবার কেজরীর মুখোশ খুলে দেওয়ার হুমকি দিলেন।

সুকেশ বলেন, ‘সত্যিটা এবার বেরিয়ে এসেছে। আমি তাঁকে (কেজরীবালকে) তিহাড় জেলে স্বাগত জানাচ্ছি।’ এমনকী কেজরীর বিরুদ্ধে সরকারি সাক্ষী হতেও রাজি তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কেজরীবালের বিরুদ্ধে কী এমন হাঁড়ির খবর রয়েছে একদা জ্যাকলিন-ঘনিষ্ঠ এই সুকেশ চন্দ্রশেখরের কাছে? সে বিষয়টি অবশ্য খোলসা করেননি সুকাশে। তবে তিনি বলেছেন, ‘আমি তাঁর মুখোশ খুলে দেব। আমি সরকারি সাক্ষী হব। সব প্রমাণ দেওয়া হয়ে গিয়েছে।’

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই চর্চায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। লোকসভা ভোটের ঠিক মুখেই আপ প্রধানের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অন্যদিকে বিজেপির স্পষ্ট কথা, এজেন্সি নিজের কাজ করছে। এসবের মধ্যেই আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, কেজরীর ক্ষমতার প্রতি ‘লোভ’ নিয়েও। বিশেষ করে কেন গ্রেফতারির পরও তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।