Arvind Kejriwal-Hemant Soren: দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে রাতারাতি ভাইরাল এই ‘রাউডি’ ED অফিসার
Enforcement Directorate: একদিকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অন্যদিকে আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁরা দুইজনেই মোট নয়বার ইডির সমন এড়িয়েছিলেন।
নয়া দিল্লি: নতুন বছরের তিনটে মাসও কাটেনি। এর মধ্যেই গ্রেফতার দুই মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরু থেকেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদিকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অন্যদিকে আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রী পদে থাকা ছাড়াও এই দুইজনের মধ্যে কী মিল রয়েছে জানেন? দুইজনেই গ্রেফতার হয়েছেন একই ইডি আধিকারিকের হাতে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর কপিল রাজ। তিনিই বৃহস্পতিবার রাতে ১০ জন আধিকারিককে নিয়ে দিল্লির মুখ্য়মন্ত্রীর বাড়িতে হানা দেন। ঘণ্টা তিনেক তল্লাশি অভিযান চালানোর পর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন অরবিন্দ কেজরীবাল।
অন্যদিকে, গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ঝাড়খণ্ডে সরকারি জমি ঘিরে দুর্নীতির অভিযোগেই গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। গ্রেফতারির ঠিক আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। সোরেনের গ্রেফতারিও করেছিলেন ইডির স্পেশাল ডিরেক্টর কপিল রাজ। গ্রেফতারির আগে ৪৮ ঘণ্টার জন্য ‘উধাও’হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সোরেন। তাঁকে ঘিরেও কম নাটক হয়নি।
তবে শুধু ইডি আধিকারিক নয়, আরও একটি অদ্ভুত মিল পাওয়া গিয়েছে অরবিন্দ কেজরীবাল ও হেমন্ত সোরেনের মধ্যে। তাঁরা দুইজনেই মোট নয়বার ইডির সমন এড়িয়েছিলেন।