বিহার নির্বাচন: সিঙ্গাড়ায় আলু আছে, ৪ দশকে এই প্রথম নেই শুধু লালু

বিহারের ২৪৩ আসনে ভোট হবে ৩ দফায়। ২৮ অক্টোবর প্রথম দফায় ভোট হবে ৭১ আসনে। দ্বিতীয় দফার ভোট ৩ নভেম্বর। ভোট হবে ৯৪ আসনে। আর তৃতীয় এবং শেষ দফায় বাকি ৭৮ আসনে ভোট হবে ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা।

বিহার নির্বাচন: সিঙ্গাড়ায় আলু আছে, ৪ দশকে এই প্রথম নেই শুধু লালু
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Oct 27, 2020 | 12:01 PM

TV9 বাংলা ডিজিটাল: ‘যতদিন সিঙ্গাড়ায় থাকবে আলু, বিহারে থাকবে লালু’। ৪০ বছর ধরে এটাই ছিল বিহারের যাদব কুলপতি লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) ইউএসপি। দীর্ঘ চার দশক পর যার ‘অবসান’ ঘটল। সিঙ্গাড়ায় আজও আলু আছে, তবে এই প্রথম বিহার নির্বাচনে (Bihar Assembly Elections) নেই লালু। আর তাঁর অনুপস্থিতিই ফ্যাকাশে করেছে বিহারের ভোট। এবারের নির্বাচনে দেখা যাবে না লালকৃষ্ণ আডবাণীর রথ থামিয়ে দেওয়া ভারতীয় রাজনীতির বর্ণময় চরিত্র লালু প্রসাদ যাদবকে।

পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত আরজেডি নেতা ২০১৮ সাল থেকেই সংশোধনাগারে। অসুস্থ লালু প্রসাদ যাদব এখন রয়েছেন রাঁচির সরকারি হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। সম্প্রতি একটি মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও এখনই মিলছে না সম্পূর্ণ রেহাই। গবাদি পশু কেলেঙ্কারির আরও একটি মামলায় ঝুলে রয়েছে লালুর ভাগ্য। ওই মামলার শুনানি হবে আগামী মাসের ৯ তারিখ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে আদালত তাঁকে জামিন দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে কারামুক্তি হলেও বিহারের বিধানসভা ভোটের প্রচারে দেখা যাবে না সত্তোরোর্ধ্ব আরজেডি নেতাকে।

১৯৭৭ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিহারের (Bihar) কোনও ভোটে লালু প্রসাদ যাদব ‘নেই’। সপ্তদশ লোকসভা ভোটেও তাঁকে পাওয়া যায়নি। নির্বাচনের ফলে লালুহীনতা টের পেয়েছে লণ্ঠন ব্রিগেড। ১৫ শতাংশ ভোট পেলেও একটি আসনেও জেতেনি আরজেডি। তবে আসন্ন বিধানসভাতে যাতে তেমন ভরাডুবি না হয়, সেই মতো ছক কষে ফেলেছেন লালু-পুত্র তেজস্বী। তৈরি হয়েছে প্রচারের নীল নকশা। যেখানে কোথাও লালু নেই!

বিহারে আরজেডি লড়ছে, তবে কোথাও কোনও দেওয়াল লিখন, পোস্টার বা স্লোগানে নেই লালু প্রসাদ যাদবের নাম। দলের খোলনলচে বদলে কট্টর নীতিশ বিরোধিতায় নেমেছে আরজেডি। একই সঙ্গে চলছে বিজেপি বিরোধিতাও। ২০২০ সালের বিহার বিধানসভা ভোটে আরজেডি-র নতুন স্লোগান, ‘নয়া সোচ, নয়া বিহার’, আর মুখ তেজস্বী যাদব।

বিহারের ২৪৩ আসনে ভোট হবে ৩ দফায়। ২৮ অক্টোবর প্রথম দফায় ভোট হবে ৭১ আসনে। দ্বিতীয় দফার ভোট ৩ নভেম্বর। ভোট হবে ৯৪ আসনে। আর তৃতীয় এবং শেষ দফায় বাকি ৭৮ আসনে ভোট হবে ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা।