Journalist Murder: ভাইয়ের খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন, বয়ান বদল না করাতেই খুন? সাংবাদিক খুনে গ্রেফতার ৪

Bihar: এ দিন সকালে পুলিশের তরফে জানানো হয়, সাংবাদিক খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন খুনে জড়িত। আরও দুই অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।

Journalist Murder: ভাইয়ের খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন, বয়ান বদল না করাতেই খুন? সাংবাদিক খুনে গ্রেফতার ৪
মৃত সাংবাদিক।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 11:51 AM

পটনা: সাংবাদিক খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার জন। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের। শুক্রবার বিহারের (Bihar) আরারিয়া জেলায় খুন হন এক সাংবাদিক। কয়েকজন দুষ্কৃতী ভোরবেলায় তাঁর বাড়িতে চড়াও হয় এবং সরাসরি তাঁর বুক লক্ষ্য় করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে। গতকালই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিমল যাদব নামক ওই সাংবাদিক একটি নামকরা সংবাদমাধ্য়মে কাজ করতেন। শুক্রবার রানিগঞ্জে তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা করে দুষ্কৃতীরা। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে কড়া নাড়ে এবং নাম ধরে ডাকাডাকি করে। ওই সাংবাদিক দরজা খুলতেই দুষ্কৃতীরা তাঁর বুক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

এ দিন সকালে পুলিশের তরফে জানানো হয়, সাংবাদিক খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন খুনে জড়িত। আরও দুই অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে, ২০১৯ সালে বিমল যাদবের ভাইকেও খুন করেছিল অভিযুক্তরা। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিল বিমল। তাঁকে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছেন মৃত সাংবাদিকের বাবা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “এভাবে কী করে একজন সাংবাদিক খুন হয়ে গেল? আমি আধিকারিকদের অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছি”। লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান রাজ্য়ের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই দোষারোপ করেন।