WHO Chief: ‘বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য উদ্যোগ’, আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ WHO প্রধান
Ayushman Bharat Scheme: গুজরাটে যে টেলিমেডিসিনের পরিষেবা রয়েছে, তার প্রশংসা করেন তিনি। হু প্রধান বলেন, "এখানে যে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্য ব্যবস্থার যে পরিবর্তন হচ্ছে, এটা তারই প্রমাণ।"
গান্ধীনগর: স্বাস্থ্য় ক্ষেত্রে যেভাবে উন্নতি করছে ভারত, তাতে মুগ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস (Tedros Adhanom Ghebreyesus)। আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) অধীনে যে স্বাস্থ্য পরিষেবা ও কভারেজ দেওয়া হচ্ছে, তার ভূয়সী প্রশংসা করলেন হু প্রধান। গুজরাটের গান্ধীনগরে বসেছে জি-২০ স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক। সেই অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নিয়ে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করেন তিনি।
জি-২০ স্বাস্থ্যমন্ত্রীদের সামিটের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ভারতকে ধন্য়বাদ জানান জি-২০ সামিটের আয়োজন ও আথিতেয়তার জন্য। তিনি বলেন, “আমি প্রথমেই ভারতের প্রশংসা করতে চাই ইউনিভার্সাল হেলথ কভারেজ ও আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য, যা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য উদ্যোগ।”
ভারত সফরে এসে তিনি যে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন, তা স্মৃতিচারণ করে বলেন, “গান্ধীনগরে আমি একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ১ হাজারেরও বেশি পরিবারকে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।”
গুজরাটে যে টেলিমেডিসিনের পরিষেবা রয়েছে, তার প্রশংসা করেন তিনি। বৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্যের লক্ষ্যে ভারত জি-২০-র যে সভাপতিত্ব করছে, তারও প্রশংসা করেন। হু প্রধান বলেন, “এখানে যে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্য ব্যবস্থার যে পরিবর্তন হচ্ছে, এটা তারই প্রমাণ।”
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের ৭০ জন প্রতিনিধি জি২০ স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন। ১৯ অগস্ট থেকে তিনদিনের এই বৈঠক শুরু হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “আমরা ভারতের স্বাস্থ্য মডেল বিশ্বের কাছে তুলে ধরছি এবং তারা প্রশংসাও করছেন। ভারতের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকার।”