Train Accident: জোর ঝটকা, নিমেষে দু-খণ্ড হয়ে গেল ক্রান্তি এক্সপ্রেস! আতঙ্কে কাঁটা যাত্রীরা

Bihar Accident: সোমবার দারভাঙ্গা থেকে নয়া দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। সমস্তিপুরের কাছে ট্রেনের কাপলিং খুলে যায়। সমস্তিপুর-মুজাফফরপুর রেলওয়ে সেকশনের কার্পুরি গ্রাম রেলওয়ে স্টেশনের মাঝে ইঞ্জিন থেকে বগিগুলি আলাদা হয়ে, দুই ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেন।

Train Accident: জোর ঝটকা, নিমেষে দু-খণ্ড হয়ে গেল ক্রান্তি এক্সপ্রেস! আতঙ্কে কাঁটা যাত্রীরা
ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Jul 29, 2024 | 2:41 PM

পটনা: বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা। দু খণ্ড হয়ে গেল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। অল্পের জন্য প্রাণ বাঁচল যাত্রীদের। সোমবার বিহারের সমস্তিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তীব্র ঝাঁকুনি দিয়ে হঠাৎই দুই খণ্ড হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

সোমবার দারভাঙ্গা থেকে নয়া দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। বিহারের সমস্তিপুরের কাছে ট্রেনের কাপলিং খুলে যায়। সমস্তিপুর-মুজাফফরপুর রেলওয়ে সেকশনের কার্পুরি গ্রাম রেলওয়ে স্টেশনের মাঝে ইঞ্জিন থেকে বগিগুলি আলাদা হয়ে, দুই ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেন। বগি আলাদা হয়ে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে পড়তেই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকদের একটি দল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোচের সঙ্গে ইঞ্জিনের সংযোগকারী কাপলিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে রেলের আধিকারিকরা তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছন। আধ ঘণ্টার মধ্যেই ট্রেনটিকে ফের ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ট্রেনটি ফের নয়া দিল্লির দিকে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পটনার কাছে পূর্ণিয়া-হাতিয়া এক্সপ্রেসের কাপলিং লিঙ্কও ভেঙে গিয়েছিল যার -জেরে ট্রেনের দুটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।