JD(U) Leader Murder: বাড়ি থেকে বেরতেই পথ আটকে দাঁড়াল দুষ্কৃতীরা, একের পর এক গুলিতে ঝাঁঝরা জেডিইউ নেতা

Bihar Murder: বৃহস্পতিবার রাতে বিহারের কাটিয়ার জেলার বারারি পুলিশ স্টেশন এলাকায় হামলা চলে। বছর সত্তরের ওই জেডিইউ নেতা বাড়ি থেকে বের হতেই তাঁর উপরে গুলি চালায় দুষ্কৃতীরা।

JD(U) Leader Murder: বাড়ি থেকে বেরতেই পথ আটকে দাঁড়াল দুষ্কৃতীরা, একের পর এক গুলিতে ঝাঁঝরা জেডিইউ নেতা
জেডিইউ নেতা খুনের পর উত্তেজনা এলাকায়।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 10:01 AM

পটনা: হঠাৎ পথ আটকে দাঁড়াল বাইক, চলল একের পর এক গুলি। ভরা রাস্তায় প্রকাশ্যে খুন জেডি(ইউ) নেতা। বৃহস্পতিবার রাতে বিহারের কাটিয়ারে প্রকাশ্য রাস্তায় খুন করা হল জেডি(ইউ)-র প্রবীণ নেতা কৈলাশ মাহাতোকে। অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতীরা বাইকে চেপে এসে ওই জেডি(ইউ) নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ওই নেতার মৃত্যু হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিহারের কাটিয়ার জেলার বারারি পুলিশ স্টেশন এলাকায় হামলা চলে। বছর সত্তরের ওই জেডিইউ নেতা বাড়ি থেকে বের হতেই তাঁর উপরে গুলি চালায় দুষ্কৃতীরা। কৈলাশ মাহাতো নামক ওই নেতার পেটে গুলি করা হয়।

সূত্রের খবর, রাজনৈতিক কোনও শত্রুতা নয়, জমি নিয়ে বচসার জন্যই জেডি(ইউ) নেতা কৈলাশ মাহাতোর উপরে হামলা চালানো হয়। ওই নেতা পূরবী বাড়ি নগর পঞ্চায়েতের বারারি থানা এলাকার ১২ নম্বর ওয়ার্ডে থাকতেন। সেখানেই একটি ফাঁকা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বচসা চলছিল। সম্প্রতিই ওই জেডি(ইউ) নেতা প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার দাবি করেছিলেন।

গতকালের হামলার পর কাটিহারের এসডিপিও ওম প্রকাশ বলেন, “আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। মোট ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত তথ্য জানা যাবে।”