BJP Leader: জনগণকে বিভ্রান্ত করতেই AAP-এর মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন, পাল্টা আক্রমণ বিজেপি নেতার

আপ-এর এদিনের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে একাধিক টুইট করেছেন মুম্বই প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট হীতেশ জৈন।

BJP Leader: জনগণকে বিভ্রান্ত করতেই AAP-এর মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন, পাল্টা আক্রমণ বিজেপি নেতার
আপ-এর সাংবাদিক বৈঠকের পাল্টা বিজেপি নেতা হীতেশ জৈনের টুইট।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 9:52 PM

মুম্বই: জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়েই AAP-এর সিনিয়ার মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন। গৌতম মালহোত্রার জামিন মঞ্জুরের পর রবিবার আপ (AAP)-এর সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে এমনই মন্তব্য করে টুইট করেছেন মুম্বই প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট তথা আইনজীবী হীতেশ জৈন (Hitesh Jain)। মূলত এদিনের সাংবাদিক বৈঠকে আপ নেতাদের গ্রেফতারি প্রসঙ্গে ইডি, সিবিআই-কে তোপ দেগেছেন কেজরীবাল সরকারের মন্ত্রীরা। তারই পাল্টা জবাব দিয়ে হীতেশ জৈনের টুইট, “যাতে ভোটারদের সামনে মুখ বাঁচানো যায়, তার জন্য আপ আদালতের নির্দেশের অপব্যাখ্যা করেছে এবং নিজেদের আরও নীচে নামিয়েছে।”

আপ-এর এদিনের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে একাধিক টুইট করেছেন মুম্বই প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট হীতেশ জৈন। আপ-এর মন্তব্য তুলে ধরে একটি টুইটে তিনি লিখেছেন, “গৌতম মালহোত্রার জামিনের আবেদন মঞ্জুর করা নিয়ে জেলা আদালতের পর্যবেক্ষণকে তির্যকভাবে উল্লেখ করেছেন সিনিয়র মন্ত্রীরা। তাঁরা নির্লজ্জভাবে ঘোষণা করেছেন যে, আদালত বলেছে যে AAP-এর বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের করা মামলাগুলি ‘ভুয়ো’।”

আদালত তাঁদের মন্ত্রীকে PMLA-র অধীনে গুরুতর অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বলে আপ যে দাবি জানিয়েছে, সেটা ‘মিথ্যা’ বলে পাল্টা টুইট করেছেন হীতেশ জৈন। এপ্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, মি. সিসোদিয়ার জামিন প্রত্যাখ্যান করার নির্দেশে আদালত বলেছে যে, তিনি আবগারি নীতির ষড়যন্ত্রের পিছনে “মস্তিষ্ক”। শুধু মৌখিক দাবি জানানো নয়, এই টুইটের সঙ্গে আদালতের নির্দেশ কপিটিও সংযুক্ত করে দিয়েছেন হরিশ জৈন।

আরেকটি টুইটে হীতেশ জৈন আরও লিখেছেন, এই প্রেক্ষাপটে মি. মালহোত্রাকে জামিন দেওয়ার নির্দেশটি অবশ্যই পড়তে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আদালতের নির্দেশে বলা হয়েছে মি. মালহোত্রা শুধুমাত্র ষড়যন্ত্রে জড়িত রয়েছেন, সামগ্রিকভাবে ষড়যন্ত্রে নেই। এই কেলেঙ্কারিতে মি. মালহোত্রার ভূমিকা নিশ্চিত করার জন্য আরও একটি বিচারের প্রয়োজন বলে বিচারক জানিয়েছেন এবং এই কেলেঙ্কারিতে আরেক অভিযুক্ত অমিত অরোরার বক্তব্যের সত্যতা নিয়ে বিচারক প্রশ্ন তুলেছেন বলেও উল্লেখ করেছেন বিজেপি নেতা। এই টুইটের সঙ্গেও আদালতের নির্দেশ-কপি সংযুক্ত করে দিয়েছেন তিনি।

অন্যদিকে, আদালতের নির্দেশনামায় বলা হয়েছে যে, “মি. মালহোত্রা প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের ঘুষ হিসাবে তাঁদের কমিশনের ৬ শতাংশ প্রদানের জন্য “হুমকি” দেওয়া হয়েছিল।” এই টুইটের সঙ্গেও আদালতের অর্ডারকপি সংযুক্ত করেছেব হীতেশ জৈন।

প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতিতে জেরবার আপ। এই দুর্নীতিতে প্রধান অভিযুক্ত হিসাবে আগেই অরবিন্দ কেজরীবাল সরকারের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখনও তিনি জেল হেফাজতে। এরপর এই দুর্নীতি কাণ্ডে আরও কয়েকজন আপ নেতার নাম জড়িয়েছে। যার মধ্যে কয়েকদিন আগেই আপ নেতা রাজেশ জোশী এবং গৌতম মালহোত্রাকে গ্রেফতার করেছিল ইডি। যদিও শনিবারই তাঁদের জামিন মঞ্জুর করেছে দিল্লি আদালত। এরপরই আপ-এর তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, ইডি ও সিবিআই আপ নেতাদের ভুয়ো মামলায় ফাঁসাচ্ছে।