Goa Death: গোয়ায় স্বামী-কর্নাটকে স্ত্রী-পুত্রের দেহ, মর্মান্তিক মৃত্যুর কারণ খুঁজতে হতভম্ব পুলিশও

Goa Death: পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স শ্যাম পাতিল (৫০)। তাঁর দেহ গত বৃহস্পতিবার দক্ষিণ গোয়ার কুয়েপেম তালুকায় একটি জঙ্গলের গাছ থেকে উদ্ধার হয়েছে।

Goa Death: গোয়ায় স্বামী-কর্নাটকে স্ত্রী-পুত্রের দেহ, মর্মান্তিক মৃত্যুর কারণ খুঁজতে হতভম্ব পুলিশও
প্রতীকী চিত্রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 7:00 AM

পানাজি: রহস্যজনক মৃত্যু স্বামী-স্ত্রী-পুত্রের। একই দিনে তাঁদের মৃত্যু হয়েছে। অথচ দেহ উদ্ধার হল বিভিন্ন জায়গা থেকে। স্বামীর দেহ মিলল গোয়া থেকে। স্ত্রী-পুত্রের মৃতদেহ উদ্ধার হল কর্নাটক থেকে। গত সপ্তাহের বৃহস্পতিবার দেহটি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স শ্যাম পাতিল (৫০)। তাঁর দেহ গত বৃহস্পতিবার দক্ষিণ গোয়ার কুয়েপেম তালুকায় একটি জঙ্গলের গাছ থেকে উদ্ধার হয়েছে। ওই একই দিনে আবার কর্নাটক থেকে শ্যামের স্ত্রী জ্যোতি ও বারো বছরের পুত্রের দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, শ্যাম পাতিলের গাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে ওই পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক অনটন চলছিল। যার কারণে তিনজনই নিজেদের শেষ করে দিতে চেয়েছিল।

এ দিকে, পাতিলের দেহ উদ্ধার হতেই প্রতিবেশীদের দাবি, মৃত্যুর আগে ওই ব্যক্তি তাদের হোয়াটস অ্যাপে একটি ভয়েস মেসেজ করে সেই খবর জানায়।