Budget 2021: বিমায় বিদেশি বিনিয়োগ বাড়ার প্রস্তাবেই চাঙ্গা বাজার, তরতরিয়ে উঠছে সেনসেক্স
নির্মলার বাজেটে (Budget 2021) বিদেশি বিনিয়োগের অনুমতি ৪৯ থেকে বেড়ে ৭৪ শতাংশ হতেই হু হু করে বাড়ল সেনসেক্স। ১১টা ৫৪ মিনিটে ২.০৭ শতাংশ বেড়ে সেনসেক্স ছাড়িয়েছে ৪৭ হাজার ২৫৩ অঙ্ক। ২৪২ পয়েন্ট বেড়ে ছুটছে নিফটিও।
নয়া দিল্লি: নির্মলার বাজেটে (Budget 2021) বিদেশি বিনিয়োগের বিমার প্রস্তাব ৪৯ থেকে বেড়ে ৭৪ শতাংশ হতেই হু হু করে বাড়ল সেনসেক্স। ১১টা ৫৪ মিনিটে ২.০৭ শতাংশ বেড়ে সেনসেক্স ছাড়িয়েছে ৪৭ হাজার ২৫৩ অঙ্ক। ২৪২ পয়েন্ট বেড়ে ছুটছে নিফটিও।
বিশেষজ্ঞরা বলছেন, অতিমারি আবহে অন্যতম চ্যালেঞ্জিং বাজেট পেশ করছেন নির্মলা। করোনার ফলে তলানিতে গিয়ে ঠেকেছে দেশের অর্থনীতি। কয়েক দিন আগে সেনসেক্স ৫০ হাজার ছুঁলেও বাজেটের প্রাক্কালে ধস নেমেছিল শেয়ার বাজারে। হুড়মুড়িয়ে পড়েছিল দুই সূচক। এমতাবস্থায় নির্মলার দিকেই তাকিয়ে গোটা দেশ। সোমবারের বাজেটেই লুকিয়ে দালাল স্ট্রিটের আপাত ভবিষ্যত।
আরও পড়ুন: FM Sitharaman Budget Speech LIVE: বড় বন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্তাব
বাজেটে নজর থাকবে গোটা দেশের। তবে এটাও নিশ্চিত যে, বাজেটে বাড়তি নজর থাকবে শেয়ার বাজারের। নির্মলার নীতির নির্ধারণ করবে বাজার। বাজেটের আগেই ৫০ হাজার ১৮৪-র রেকর্ড অঙ্কে পৌঁছেছিল সেনসেক্স। কিন্তু বাজেট যত এগিয়ে এসেছে ততই ধাক্কা খেয়েছে সূচক। ২১ জানুয়ারি রেকর্ড অঙ্ক ছুঁয়ে প্রায় ৭.৮ শতাংশ নেমেছিল সেনসেক্স। কিন্তু বাজেটের ঘোষণায় তরতরিয়ে বাড়ছে সূচক।