Nirmala Sitharaman Highlights: স্ক্রুটিনির পরই ছাড়া হবে মনরেগায় বাংলার প্রাপ্য ৫,৪৭৩ কোটি টাকা: নির্মলা সীতারামন
Nirmala Sitharaman Lok Sabha Speech: শুক্রবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া কর কাঠামো, ভারতীয় অর্থনীতির ভবিষ্যত, বাংলার প্রাপ্য অর্থ মুক্তি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কী বললেন তিনি
শুক্রবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া কর কাঠামো, ভারতীয় অর্থনীতির ভবিষ্যত, বাংলার প্রাপ্য অর্থ মুক্তি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কী বললেন তিনি –
- কোনও রাজ্য যখনই চায় সেন্ট্রাল ফোর্সের সাহায্য দেয় কেন্দ্র। বাংলাকেও দেওয়া হয়েছে। সিআরপিএফ-এর ১৮৪১ কোটি টাকা কেন্দ্রকে মেটায়নি বাংলা।
- গ্রাম সড়ক যোজনায় ১৭৩ কোটি টাকা আটকে রয়েছে। জিএসটি ক্ষতিপূরণে সেস হিসেবে ৮২৩ কোটি টাকা আটকে আছে। কারণ সরকার এজি সার্টিফিকেট পাঠায়নি।
- বাংলায় মনরেগা এবং আবাস যোজনার টাকা নিয়ে অভিযোগ রয়েছে। আমরা এই বিষয়ে বারবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছি। ২০২২ নভেম্বর-ডিসেম্বরে সরকার জানিয়েছে মনরেগায় ৫,৪৭৩ কোটি টাকা প্রাপ্য বাকি আছে। স্ক্রুটিনির পর এই টাকা ছাড়া হবে। আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ উঠেছে। লোগো বদলে দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতিতেও বেনিয়ম রয়েছে।
- গত বছরের তুলনায় বিভিন্ন রাজ্যে কেন্দ্রের বরাদ্দ ১.৫৫ লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে রাজ্যগুলির জন্য কেন্দ্রের বরাদ্দ ১৭.৯৮ লক্ষ কোটি টাকা।
- সারে ভর্তুকি চলতি অর্থবর্ষে ২.২৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে। ভর্তুকি বাড়িয়ে সরকার বিশ্ব বাজারে সারের দাম বৃদ্ধি থেকে কৃষকদের রক্ষা করেছে
- খাদ্য ভর্তুকি কাটা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ করছেন। অথচ, এই ক্ষেত্রে বরাদ্দ প্রায় দ্বিগুণ করে ১.৯৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে
- বাজেটে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে ভারতের উন্নয়নের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখা হয়েছে।
- নতুন কর কাঠামোয় নিঃশর্তে ছাড় বাড়ানো হয়েছে। নিম্ন আয়ের ব্যক্তিরা ব্যাপকভাবে উপকৃত হবেন। পারিবারিক কারণে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ থাকবে হাতে।
- বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারতীয় অর্থনীতি এখনও বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ২০২৩-২৪ সালেও তা অব্যাহত থাকবে।
- চিনে কোভিডের পুনরুত্থানের ফলে আন্তর্জাতিক পণ্যের দাম বেড়েছে।