Operation Dost: উদ্ধার হওয়ার পর ভারতীয় সেনাকে আলিঙ্গন তুরস্কের মহিলার, হৃদয় জিতল নেটিজেনদের
Indian Army: ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেলের পাবলিক ইনফরমেশন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ওই ছবি। ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, “আমরা যত্ন নিই।”
নয়াদিল্লি: ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া এবং তুরস্কে। সোমবারে হওয়া বিধ্বংসী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভূমিকম্পের ফর উদ্ধার কাজের জন্য অনেক দেশ সাহায্য করেছে তুরস্ক ও সিরিয়াকে। ভারতীয় সেনাও সেখানে পৌঁছে গিয়েছে উদ্ধারকাজে যোগ দিতে। সেই সঙ্গে গিয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)। তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় উদ্ধারকাজ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দক্ষিণ তুরস্কে এই শহর ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভারতীয় সেনার জওয়ানরা উদ্ধার কাজ চালিয়েছেন। ভারতীয় সেনার পুরুষ এবং মহিলা সেনা দুই গিয়েছেন উদ্ধারকাজে। বৃহস্পতিবার ভারতীয় সেনার এডিজি পিআই টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হচ্ছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, তুরস্কের এক মহিলা জড়িয়ে ধরেছেন ভারতীয় সেনার মহিলা সেনা জওয়ানকে। সেই ছবি দেখে আরও এক বার ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেলের পাবলিক ইনফরমেশন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ওই ছবি। ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, “আমরা যত্ন নিই।” ভারতীয় সেনা ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে মেডিক্যাস সহায়তা পাঠিয়েছে। একটি মোবাইল হাসপাতাল, চিকিৎসক এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। অপারেশন দোস্তের অধীনে ভারত এই সহযোগিতা করছে। ভারতীয় সেনার এই উদ্ধারকাজের ছবিও পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, ভারতীয় সেনার জওয়ানরা উদ্ধার করেন ওই মহিলাকে।
We Care.#IndianArmy#Türkiye pic.twitter.com/WoV3NhOYap
— ADG PI – INDIAN ARMY (@adgpi) February 9, 2023
সোমবার সকালে পর পর হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। এর জেরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তের আশপাশের অঞ্চলে ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়েব ২১ হাজার ছাড়িয়েছে সেখানে। এর মধ্যে তুরস্কেই মৃত্যু হয়েছে সাড়ে হাজারের বেশি জনের। দুদেশের প্রায় সাতটি শহর নিশ্চিহ্ন হয়েছে এই ভূমিকম্পের জেরে। সেই পরিস্থিতিতেই উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা।