Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election: ভোটে না জিতেও মিলল ২ কোটি টাকা ও এসইউভি গাড়ি

Panchayat Election: ভোটে না জিতেও পুরস্কার পাওয়া যায়। হরিয়ানার চিড়ি গ্রামে পঞ্চায়েত নির্বাচনে এমনটাই দেখা গেল।

Panchayat Election: ভোটে না জিতেও মিলল ২ কোটি টাকা ও এসইউভি গাড়ি
ছবি সৌজন্যে: Tribune India
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 6:47 PM

রোহতক: হেরে গিয়েও পুরস্কার মেলে এরকম নজির হয়ত খুব একটা দেখা যায় না। যদিও কোনও প্রতিযোগিতায় স্বান্তনা পুরস্কার দেওয়ার প্রচলন হয়েছে। তবে হরিয়ানার এই গ্রামে যা হল তা বিরল। তবে যেকোনও লড়াই, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় হয়তো এই সৌজন্যতাটুকুই আাস করেন যে কেউ। হরিয়ানার চিড়ি গ্রামে পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে ধুমধাম করে দেওয়া হল সংবর্ধনা। দেওয়া হল কোটি টাকার উপহার। গ্রামবাসীর এই ব্যবহারে আপ্লুত হলেন হেরো প্রার্থীও। নিজের হার ভুলে নির্বাচিত পঞ্চায়েত প্রধানের কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নয়নে কাজ করার করলেন প্রতিশ্রুতিও।

হরিয়ানার চিড়ি গ্রামের বাসিন্দা ধর্মপাল দালাল। তবে গ্রামের বাসিন্দাদের কাছে কালা নামেই পরিচিত তিনি। এই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদীও ছিলেন তিনি। তবে মাত্র ৬৬ ভোটে প্রতিদ্বন্দ্বী নবীন দালালের কাছে হেরে যান ধর্মপাল। নির্বাচনে হারের পর কিছুটা মন খারাপ থাকলেও তা ভুলিয়ে দিলেন গ্রামবাসীরা। তাঁর পাশে থাকার বার্তার পাশাপাশি উপহারও দিলেন তাঁরা। উপহার হিসেবে পেলেন নগদ ২ কোটি ১১ লক্ষ টাকা এবং একটি এসইউভি গাড়ি। পঞ্চায়েত প্রধান হিসেবে গ্রামবাসীদের সমর্থন না পেলেও তাঁরা যে ধর্মপালের পাশে রয়েছেন সেই বার্তাও দিলেন গ্রামবাসীরা।

এদিকে গ্রামবাসীদের এই ব্যবহারে মুগ্ধ ধর্মপাল। তিনি বলেন, ‘গ্রামবাসীদের এই ভালবাসায় আমি মুগ্ধ। আমি আমার সাধ্যমতো এই গ্রামের কল্য়াণের জন্য কাজ করব।’ এদিকে খাপ পঞ্চায়েতের প্রধান ভালে রাম জানিয়েছেন, ‘ধর্মপাল গ্রামের ভাল-মন্দে সবসময় পাশে ছিলেন।’ তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের পর যাতে কোনওভাবে তিক্ততা না ছড়ায় তাই গ্রামবাসীরা এসব উপহার দিলেন ধর্মপালকে।