‘ডিজিটাল ভারত’ গড়তে ৭,৩৫০ কোটির প্রণোদনা প্যাকেজ কেন্দ্রের
মন্ত্রিসভা আইটি হার্ডওয়্যার পণ্যের (ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভার) জন্য পিএলআই স্কিমে অনুমোদন দিয়েছে।
জ্যোতির্ময় রায়: ফার্মাসিউটিক্যালস শিল্প ও আইটি হার্ডওয়্যার পণ্যগুলির জন্য প্রণোদনা প্যাকেজে অনুমোদন দিয়েছে কেন্দ্র। বুধবার এই অনুমোদনে সায় দেয় ক্যাবিনেট। এ বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ একটি সংবাদ সম্মেলন করে জানান, এই পরিকল্পনাটি খুব শীঘ্রই অভূতপূর্ব সফলতা আনবে।
মন্ত্রিসভা আইটি হার্ডওয়্যার পণ্যের (ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভার) জন্য পিএলআই স্কিমে অনুমোদন দিয়েছে। এই স্কিমে আগামী ৪ বছরের জন্য ভারতে ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভাররের মতো পণ্য উৎপাদনের জন্য ৭,৩৫০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। এর ফলে ভারতে ৩.২৬ লক্ষ কোটি টাকার উৎপাদন এবং ২.৪৫ লক্ষ কোটি টাকার রফতানি ৪ বছরে সম্ভব হবে বলে অনুমান করছে সরকার। রবি শঙ্কর প্রসাদ বলেছেন, “মন্ত্রিপরিষদ ফার্মাসিউটিক্যালস উদ্যোগের জন্য ২০২০-২০২১ থেকে ২০২৮-২৯ অর্থবছরের জন্য এই পিএলআই প্রকল্প অনুমোদন করেছে। অধিক মূল্যের এই পণ্যগুলির উৎপাদন এবং রফতানি বাড়াতে মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ-ও জানান, দেশে বৈদ্যুতিন উৎপাদনের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) ২৩ শতাংশ।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, “গত বছর এপ্রিলে কোভিড -১৯ সংক্রমণের ফলে বিশ্বব্যাপী মহামারী দ্রুত ছড়িয়ে পড়ে । সেই সময় মোবাইল ফোন এবং তাদের ডিভাইসগুলির জন্য প্রোডাকশন ইনসেন্টিভ (পিএলআই) প্রকল্পের আওতায় ৩৫ হাজার কোটি টাকার উৎপাদন সম্ভব হয়েছে। যার ফলে ২২,৫০০ কর্মসংস্থান তৈরি হয়েছে এবং এই সময়েও প্রায় ১,৩০০ টি বিনিয়োগ সম্ভব হয়েছে।”
তথ্য প্রযুক্তি মন্ত্রী এ-ও বলেন, “আমরা নিশ্চিত যে এই পিএলআইয়ের আওতায় আগামী পাঁচ বছরে ১০ লক্ষ কোটি টাকার উৎপাদন সম্ভব হবে এবং প্রায় আট থেকে নয় লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হল বিশ্বের সেরা উৎপাদন কোম্পানিকে ভারতে উৎপাদন করতে উৎসাহ দেওয়া এবং ভারতীয় উৎপাদনকে বিশ্ববাজারে প্রথম স্থানে নিয়ে যাওয়া।
আরও পড়ুন: না কংগ্রেস, না বিজেপি, পুদুচেরি সামলাবেন রাষ্ট্রপতি