Birth Certificate: স্কুলে ভর্তি থেকে বিয়ের রেজিস্ট্রি- বার্থ সার্টিফিকেটেই হবে সব কাজ, নয়া বিল আনল কেন্দ্র

Birth Certificate amendment bill 2023: কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে 'জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ১৯৬৯' সংশোধন করা হয়নি। এবার সেটা করার চেষ্টা হচ্ছে।

Birth Certificate: স্কুলে ভর্তি থেকে বিয়ের রেজিস্ট্রি- বার্থ সার্টিফিকেটেই হবে সব কাজ, নয়া বিল আনল কেন্দ্র
জন্ম শংসাপত্র নিয়ে বিল পেশ সংসদে।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 9:18 PM

নয়া দিল্লি: স্কুল-কলেজে ভর্তি থেকে ভোট প্রদান, চাকরি বা পেনশনের আবেদন থেকে আইটি ফাইল- একটি শংসাপত্র দিলেই হবে সমস্ত কাজ। আধার, প্যান বা পাসপোর্ট নয়, জন্ম শংসাপত্র (Birth Certificate) দিলেই সমস্ত কাজ হবে। শুনতে অবাক লাগছে! বাস্তবে এমনটাই হতে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যে লোকসভায় (Parliament) বিল এনেছে কেন্দ্রীয় সরকার। সেই বিলটি পাশ হয়ে গেলেই বয়সের প্রমাণপত্র থেকে নাগরিকত্বের পরিচয়- সব কিছুর জন্যই একটি নথি, কেবল বার্থ সার্টিফিকেট প্রযোজ্য হবে।

জানা গিয়েছে, বার্থ সার্টিফিকেট নথি হিসাবে ব্যবহার করার জন্য বুধবারই লোকসভায় একটি বিল পেশ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০২৩’ লোকসভায় পেশ করেন। এই বিলে মূলত জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধনের কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ, ভোটার তালিকা তৈরি, বিয়ের রেজিস্ট্রি -সব ক্ষেত্রে একটি নথি হিসাবে বার্থ সার্টিফিকেট ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি জন্ম ও মৃত্যুর ডিজিটাল ডেটাবেস তৈরির কথা বলা হয়েছে।

সংসদে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০২৩’ বিলটি পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ১৯৬৯’ সংশোধন করা হয়নি। এবার সেটা করার চেষ্টা হচ্ছে। এই বিলটি আইনে পরিণত হলে বিভিন্ন ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রক্রিয়া আরও সহজ হবে, জন্ম বা মৃত্যুর ৭ দিনের মধ্যেই সেটা ডিজিটাল ডেটাবেসে নথিভুক্ত হয়ে যাবে বলে জানান তিনি।

যদিও এই বিলের বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তিনি জানান, এই বিলের ফলে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে।