খালিস্তানি ও পাকিস্তানি উস্কানির অভিযোগ, হাজারের বেশি টুইটার অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ
আপনা আপনি টুইট হচ্ছে। প্ররোচনা ছড়াতে বিশেষ সফটওয়্যার লাগানো হচ্ছে বলে অভিযোগ
নয়া দিল্লি: রাজপথ থেকে কৃষক আন্দোলনের উত্তাপ এখন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত প্রায় দু’মাস ধরে তৈরি হয়েছে একের পর এক নতুন হ্যাশট্যাগ। যে সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার হিসেবে এতদিন ধরে ব্যবহার করেছে বিজেপি সরকার, সেই সোশ্যাল মিডিয়াই এবার আন্দোলনকে প্রভাবিত করছে বলে অভিযোগ তুলছে শাসক দল। এবার এক নয়া নোটিস এক ধাক্কায় প্রায় ১২০০ টুইটার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
ব্লক বা সাসপেন্ড করার জন্য মোট ১,১৭৮ টি টুইটার অ্যাকাউন্টের তালিকা তৈরি করেছে কেন্দ্র। এই সব অ্যাকাউন্টগুলির সঙ্গে খালিস্তানি ও পাকিস্তানি সমর্থকদের যোগ আছে বলে অভিযোগ। খালিস্তানি ও পাকিস্তানি সমর্থনে ওই অ্যাকাউন্টগুলি থেকে কৃষক আন্দোলনের পক্ষে টুইট করা হচ্ছে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে এই তালিকা ‘টুইটার’কে দেওয়া হয়েছে।
সরকারি তরফে জানানো হয়েছে ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে Bot automation-এর মত সফটওয়্যার লাগানো আছে, যার মাধ্যমে আপনা থেকেই কিছু টুইট হওয়া সম্ভব। সেভাবেই ওই অ্যাকাউন্টগুলি থেকে কৃষক আন্দোলনে উস্কানিমূলক কিছু টুইট ছড়ানো হচ্ছে বলে দাবি কেন্দ্রের।
আরও পড়ুন: গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে টুইট করে উদ্ধবের রোষে লতা-সচিনরা
‘টুইটার’ নিয়ে কেন্দ্রের অভিযোগ অবশ্য নতুন নয়। কয়েকদিন আগেও একাধিক টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কৃষকদের গণহত্যার পরিকল্পনা করা হয়েছে, এমন বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছিল বেশ কিছু টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে। সেই সঙ্গে সামনে এসেছিল কয়েকটি প্ররোচনামূলক ‘হ্য়াশট্যাগ’।
নতুন তালিকা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ‘টুইটার’। যদি এগুলি ব্লক করা না হয়, সে ক্ষেত্রে আইনি পথে যেতে রাজি সরকার।
এর আগে ২৫৭ টি টুইটার হ্যান্ডেলের তালিকা দিয়েছিল কেন্দ্র। সেগুলি প্রাথমিকভাবে ব্লক করা হলেও পরে তা আন-ব্লক করা হয়। বাক-স্বাধীনতার যুক্তি দিয়ে আন-ব্লক করে মাইক্রোব্লগিং সংস্থা ‘টুইটার’ তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ এ ধারা মেনেই নতুন নোটিশ পাঠানো হয়েছে। আর এই নোটিসে ক্ষেত্রে কোনও আইনি নির্দেশ না পাওয়া অবধি অ্যাকাউন্টগুলি ব্লক বা সাসপেন্ড করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।